Thursday, October 8, 2020

প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ, এখনই আবেদন করুন |

 


রাজ্য সরকার প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ একটি স্কলারশিপের আয়োজন করেছেন  |

রাজ্যের সমস্ত প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |  কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন ?  অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন ? অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ কিভাবে করবেন এবং কোথায় ফরম জমা করবেন ?  কি কি ডকুমেন্টস লাগবে ?  সমস্তকিছুই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব |  রাজ্যের গরিব প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী দের জন্য এই বিশেষ স্কলার্শিপ |  যেসমস্ত ছাত্রছাত্রীরা গরিব ফ্যামিলি থেকে পড়াশোনা করেন এবং যাদের প্রাপ্ত নাম্বারের হারও খুব বেশি নয় তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন  |

এই
স্কলারশিপের আবেদন করার জন্য বিশেষ কিছু শর্ত
1. এই
স্কলারশিপের আবেদন করতে হলে আপনার কাছে অবশ্যই প্রতিবন্ধকতার সার্টিফিকেট থাকতে হবে |
2. এই
স্কলারশিপের আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে |
3. এই
স্কলারশিপের জন্য শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন |
4. এই
স্কলারশিপের আবেদন করার জন্য বিডিও অফিস থেকে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে আবেদনপত্র ফিলাপ করে যাবতীয় বা প্রয়োজনীয় নথিপত্র   সহ 12-11-2020 তারিখের মধ্যে BDO  অফিসে জমা করতে হবে |
5. শেষ
উত্তীর্ণ হওয়া পরীক্ষায় আপনাকে ন্যূনতম 40 পার্সেন্ট নাম্বার পেতে হবে |


DownloadApplication Form

কি কি ডকুমেন্টস লাগবে: বিডিও অফিস থেকে অ্যাপ্লিকেশন ফরমটি যথাযথভাবে পূরণ করবেন এবং তার সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলি দেবেন  |
1. প্রতিবন্ধকতার
সার্টিফিকেট
2.  ইনকাম সার্টিফিকেট
 3. মার্কসিট
 4. আধার কার্ড
5.  ব্যাংকের পাস বই
6.  স্কুল সার্টিফিকেট

5 comments: