Friday, October 9, 2020

রূপশ্রী প্রকল্পের আবেদন করলেই মিলবে এককালীন 25 হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে |

 


রাজ্যের প্রাপ্ত বয়স্ক কোন মহিলার বিবাহ দেওয়ার সময় যদি তার পরিবারের আর্থিক চাপের মধ্যে পারেন সে ক্ষেত্রে রাজ্য সরকার সেই পরিবারকে এককালীন 25 হাজার টাকা দেওয়া ঘোষণা করেছেন |

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে তাদের কন্যার বিবাহের আর্থিক দিক থেকে সাহায্য করার নামই হলো” রূপশ্রী প্রকল্প “ | রূপশ্রী প্রকল্পের একমাত্র লক্ষ্য হলো যে সমস্ত দরিদ্র পরিবারগুলি তাদের কন্যার বিবাহের ব্যয় বহন করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন ওই সমস্ত সমস্যাগুলিকে হারাস করা এবং তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করা | রূপশ্রী প্রকল্প 1 লা এপ্রিল 2018 থেকে কার্যকর করা হয় | পশ্চিমবঙ্গের সমস্ত দরিদ্র পরিবারগুলি এই রূপশ্রী প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন |

প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ, এখনই আবেদন করুন Apply Now


রূপশ্রী প্রকল্পের আবেদন এর শর্ত :
1. আবেদনকারী যখন আবেদন করবেন তার বয়স অবশ্যই 18 বছর হতে হবে |
2. আবেদনকারী যখন আবেদন করবেন তখন তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে অর্থাৎ বিয়ের আগেই আবেদন করতে হবে রূপশ্রী প্রকল্পের জন্য |
3. আবেদনকারীর বিয়ে  প্রথম বিয়ে হতে হবে |
4. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে জন্ম গ্রহণ করতে হবে এবং বিগত পাঁচ বছর ধরে তার বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করা থাকতে হবে |
5. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে |
6. আবেদনকারী যার সাথে বিয়ে করবেন অর্থাৎ পাত্রের বয়স অবশ্যই বিয়ের সময় একুশ বছর হতে হবে |
7. আবেদনকারীর নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকে যাতে NEFT  সুবিধা থাকে |

কিভাবে আবেদন করবেন:
রূপশ্রী প্রকল্পের জন্য শুধুমাত্র অফলাইনেই আবেদন জমা নেয়া হবে এবং নিচের দেওয়া অফিসগুলি থেকে আবেদনপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে |
1. BDO OFFICE
2. SDO OFFICE
3. MUNICIPAL CORPORATION

Download Application Form


রূপশ্রী
প্রকল্পের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে :
1. বয়সের প্রমাণপত্র যেমন- জন্ম সার্টিফিকেট /  ভোটার কার্ড / প্যান কার্ড /  মাধ্যমিক এডমিট কার্ড / আধার কার্ড /  অথবা স্কুল লিভিং সার্টিফিকেট |
2. এটাই তার প্রথম বিয়ে সে বিষয়ে একটা সেলফি ডিক্লারেশন দিতে হবে |
3.  পরিবারের ইনকামের সেল্ফ ডিক্লারেশন |
4. স্থায়ী বাসস্থান এর সেল্ফ ডিক্লারেশন
5. ব্যাংকের পাস বই
6. প্রস্তাবিত বিয়ের প্রমাণ যেমন- বিয়ের নিমন্ত্রণ পত্র/  ম্যারেজ রেজিস্ট্রেশন এর নোটিশ বা সেল্ফ ডিক্লারেশন |
7. পাত্রের বয়সের প্রমাণপত্র যেমন- জন্মের সার্টিফিকেট /  ভোটার কার্ড /  প্যান কার্ড /  আধার কার্ড /  মাধ্যমিকের এডমিট কার্ড  অথবা কোন সরকারি স্কুল থেকে লিভিং সার্টিফিকেট |
8. আবেদনকারী এবং সম্ভাব্য বরের সম্প্রতিকালের পাসপোর্ট সাইজ রঙিন ছবি |
9. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি সহ সম্পূর্ণ আবেদনপত্রটি ফিলাপ করে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে |
10. এই আবেদনপত্রটি প্রস্তাবিত বিয়ের তারিখের 30 থেকে 60 দিনের মধ্যে জমা করতে হবে 30 দিনের কম হলে হবে না এবং 60 দিনের বেশি হলেও হবে না |

কিভাবে টাকা পাওয়া যাবে : আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্টে এই টাকা সরাসরি টান্সফার করা হবে |

1 comment: