Friday, September 25, 2020

অনলাইনে পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার জন্য আবেদন করুন |

 


হ্যালো ভিউয়ারস কেমন আছেন সবাই ?  আশা করি সকলেই ভাল আছেন ?  আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের পুরাতন ভোটার কার্ড ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করবেন  |

ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ডিজিটাইজেশন শুরু হয়ে গিয়েছে  | আপনি চাইলে খুবই অনাসায়ে আপনার পুরাতন ভোটার কার্ড  নতুন ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করতে পারবেন |  বর্তমানে যাদের পুরাতন ভোটার কার্ড আছে তাদের সেই ভোটার কার্ড অটোমেটিক ডিজিটাইজেশন হচ্ছে না |  শুধুমাত্র যারা 2020 সালে নতুন ভোটার কার্ডের জন্য অথবা ভোটার কার্ড সংশোধনের জন্য জমা দিয়েছিলেন শুধুমাত্র তাদের ভোটার কার্ড গুলি ডিজিটাল ভোটার কার্ড হয়ে চলে আসছে | এই ডিজিটাল ভোটার কার্ড গুলো আপনার এলাকার বি এল ও (BLO) রা আপনাকে দিয়ে থাকবে |  যদি আপনি নতুন ভোটার কার্ড করে থাকেন বা সংশোধন করে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনি ডিজিটাল ভোটার কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনার এলাকার যিনি বি এল ও (BLO) আছেন তার সঙ্গে যোগাযোগ করুন |

আপনার
এলাকার বি এল ও (BLO) র নাম মোবাইল নাম্বার পেতে হলে এখানে ক্লিক করুন | 

BLO NAME AND MOBILE NUMBER

যাদের যাদের পুরাতন ভোটার কার্ড রয়েছে তারা যদি সেই পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করতে চান তাহলে অনলাইনে একটা ফর্ম ফিলাপ করতে হবে  | ফরম  নম্বর 001 এই ফরমটি অনলাইনে সাবমিট করলেই আপনি আপনার পুরাতন ভোটার কার্ড এর পরিবর্তে একটা ডিজিটাল ভোটার কার্ড পেয়ে যাবেন | অনলাইন থেকে আপনি ডিজিটাল ভোটার কার্ডে কিভাবে নিতে চাইবেন তার অপশন নিজের থেকে সিলেক্ট করতে পারবেন  | আপনারা চাইলে এই ডিজিটাল ভোটার কার্ডটি আপনারা বাই পোষ্টের মাধ্যমে নিতে পারেন  |পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে পরি পরিবর্তন করতে চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে এপ্লিকেশন ফরম ফিলাপ করুন |

Apply Online
Apply Online From New Portal
অনলাইনে এপ্লাই করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেয়া হবে | সেই নাম্বারটি থেকে আপনারা খুবই সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন | যদি আপনার স্ট্যাটাস এপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের সেই কাঙ্খিত ডিজিটাল ভোটার কার্ডটি আপনার বাড়িতে পেয়ে যাবেন |
অনলাইনে
আবেদন করার পর আবেদন স্থিতি বা স্ট্যাটাস জানার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন |

Check Application Status

আপনাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা কোন প্রশ্ন থাকে নিচের দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না | 

1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করতে চান ?  নিচের ডাউনলোড লিংক থেকে এখনই ডাউনলোড করে নিন |

Voter List Download (1952-1971)
Bangla typing tools


অনলাইনে আবেদন করার পর যখন আপনার ভোটার কার্ডটি Aproved হয়ে যাবে এবং আপনার BLO  কাছে চলে আসবে ,তখন আপনাকে অনলাইন থেকে 25 টাকার একটা রিসিভ করতে হবে এবং সে রিসিভ কপিটা জমা দেওয়ার পর আপনাকে আপনার নতুন ভোটার কার্ড দেওয়া হবে |

Online Payment 

অনলাইনে ভোটার কার্ড সংশোধন করতে চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন |

Online Voter Card Correction 
Voter Card Correction New Portal

13 comments:

  1. my mobile phone this site no watching thw digital card options

    ReplyDelete
  2. When i open the application status , there is first name and last name both same , please check it out and let me know

    ReplyDelete
  3. I cant put my address. Because i want to keep same address as old voter id card.

    ReplyDelete
  4. 1951-1971 voter list download not working

    ReplyDelete
  5. Ami amr voter card hariye jaoar jnno BDO office e apply korechilam... Go to bochor December e but ekhono ami voter card paini.. Ei muhurte amr koronio ki? Jodi doya kore ei bepar e help koren tahole ami apnar proti choro kritoggo thakbo... Dhonnobad..

    ReplyDelete
  6. https://redmilbusinessmall.com/rbm.aspx?uYBpd/s9WsI=
    Join all service abble abble

    ReplyDelete