Tuesday, September 15, 2020

লকডাউনে জমি রেজিস্ট্রির নতুন নিয়ম | e-Registration Of Deed

 

লকডাউনে  জমি রেজিস্ট্রির নতুন নিয়ম

 


করোনার জন্য সারা দেশ তথা রাজ্যের বিভিন্ন নিয়ম কানুনের ওপর বিভিন্ন রকম পরিবর্তন বেশ লক্ষণীয় |বেশিরভাগ অফলাইনের কাজ বর্তমানে অনলাইনে করা হয়েছে |বিভিন্ন জায়গায় জনসাধারণের ভিড় কমানোর জন্যই এই ব্যবস্থা |করোনার সংক্রমণ কমানোর জন্যই সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে |তাই জমি রেজিস্ট্রি করার জন্য এখন থেকে আপনাকে আগেই অনলাইনের মাধ্যমে নিজের নাম  রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হবে | আগের মত জমি রেজিস্ট্রি করার জন্য সরাসরি রেজিস্ট্রি অফিসে গেলেই কিন্তু আপনার জমিটি রেজিস্ট্রি করা হবে না এর জন্য আগে থেকে দরকার অ্যাপোয়েন্টমেন্ট |

 

অ্যাপার্টমেন্টের মাধ্যমে অনলাইনে আপনাকে সীট বুকিং করতে হবে এবং নির্দিষ্ট তারিখ সময় উল্লেখ করতে হবে  | আপনি যদি অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট বুকিং করতে পারেন তবে আপনার জমি রেজিস্ট্রি করা যাবে |

 

অনলাইনে অ্যাপার্টমেন্ট বুকিং করার আগে- অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরেই অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট বুকিং করা যাবে | সোজা কথায় বলতে গেলে অনলাইনে আপনার জমি E-Registration  করাতে হবে | রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই নাম্বার ধরে ফিজিক্যাল রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে | অ্যাপার্টমেন্ট নাম্বার পেয়ে গেলে তারপর আপনাকে আপনার নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটি রেজিস্ট্রেশন করতে হবে | অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে |

Apply For E-Registration Of Deed
e-Appointment for Registration of Deed

0 comments: