Monday, September 14, 2020

কর্ম সাথী প্রকল্প কি || কিভাবে কর্ম সাথী প্রকল্প নাম নথিভুক্ত করবেন ?

কর্ম সাথী প্রকল্প কি ?


পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কে স্বনির্ভর করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারকর্ম সাথী” প্রকল্প শুরু করেছেন | পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য এই কর্ম সাথী প্রকল্প |এই কর্ম সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কে স্বনির্ভর করার জন্য নির্দিষ্ট পরিমাণ ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার | এই প্রকল্প চলবে আগামী 3 বছর ধরে এবং কর্ম সাথী প্রকল্পের জন্য মোট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে |কর্ম সাথী প্রকল্পে যারা আবেদন করবেন তারা সমবায় ব্যাংকের মাধ্যমে লোন পাবেন দু লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে 25 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি ব্যবস্থা করা হয়েছে |এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা ছোট ছোট ব্যবসা বা ক্ষুদ্র প্রতিষ্ঠান স্থাপন করে নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন |

কর্ম
সাথী প্রকল্পের উদ্দেশ্য কি ?
কর্ম
সাথী প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কে স্বাবলম্বী করা | ছোট ছোট ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের বেকার যুবক যুবতীদের কে আর্থিক দিক থেকে সাহায্য করা | রাজ্যের গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রেই লাভজনক স্ব-নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা |

কর্ম সাথী প্রকল্পে কারা আবেদন যোগ্য ?
পশ্চিমবঙ্গের
সমস্ত বেকার যুবক যুবতীরা এই কর্ম সাথী প্রকল্প নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন |  তবে পরিবারপিছু একজনই আবেদন করতে পারবেন | 18 থেকে 50 বছর বয়সের সমস্ত শ্রেণীর লোকেরা এই প্রকল্পের আবেদন করতে পারবেন | এই প্রকল্পের আবেদন করার জন্য ক্লাস এইট পাস থাকতে হবে এবং যেসমস্ত ছাত্রছাত্রীরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিজেদের নাম ইতিমধ্যে নথিভূক্ত করিয়ে রেখেছেন তারা অগ্রাধিকার পাবেন|

কর্ম
সাথী প্রকল্পের আবেদন করলে কত টাকা সরকারি ভর্তুকি পাওয়া যাবে ?
এই
প্রকল্পে 15 পার্সেন্ট ভর্তুকি দেওয়া হবে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত |
যারা
এক লক্ষ টাকার ঋণ নেবেন তারা সর্বোচ্চ ভর্তুকি পাবেন 15 হাজার টাকা এবং যারা দু লক্ষ টাকা ঋণ নেবেন তারা সর্বোচ্চ ভর্তুকি পাবেন 25 হাজার টাকা

কিভাবে
আবেদন করবেন এই প্রকল্পে ?
অনলাইন
এবং অফলাইন দুটো মাধ্যমে আবেদন করা যাবে তবে এখন শুধুমাত্র অফলাইনেই আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে অনলাইনে এখনো আবেদন শুরু হয়নি |

অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন ?
B.D.O OFFICE
S.D.O OFFICE
KOLKATA MUNICIPALITY CORPARATION
MSME Facilitation Centre


Download Application form (Bengali)


কি
কি ডকুমেন্টস লাগবে?
সচিত্র
পরিচয় পত্রের প্রমাণ
স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
 শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
এমপ্লয় ব্যাংক এর সার্টিফিকেট (যদি থাকে)
 বয়সের প্রমাণপত্র
এসসি / এসটি / ওবিসি / সংখ্যালঘু
 ইত্যাদির সার্টিফিকেট জেরক্স কপি
 প্রকল্প রিপোর্ট

 

  Title of the document

0 comments: