Tuesday, July 21, 2020

CSC VLE রা পাবেন আধার আপডেট -এর কাজ | CSC Aadhaar Update Work Start Apply Online

সমস্ত সিএসসি (CSC )  বা কমন সার্ভিস সেন্টার এখন শুরু করতে পারবেন আধার আপডেটের কাজ যাদের কাছে সিএসসি আইডি আছে তারাই আধার আপডেটের কাজ করতে পারবেন | প্রতিটি সিএসসি সেন্টার কে দেয়া হবে UCL নামের সফটওয়্যারটি | এই সফটওয়ারের মাধ্যমে সমস্ত সিএসসি আধার আপডেট এর কাজ করতে পারবেন | এই UCL সফটওয়্যার থেকে আধার কার্ডের বায়োগ্রাফি এবং ডেমোগ্রাফিক আপডেট করা যাবে | বায়োগ্রাফি অফডেট এর মধ্যে যেমন- হাতের আঙ্গুলের ছাপ পরিবর্তন করা বা আপডেট করা, নিজের ছবি পরিবর্তন করা বা আপডেট করা এবং চোখের আইরিশ এর ছবি পরিবর্তন বা আপডেট করা যায় | ডেমোগ্রাফিক আপডেট এর মধ্যে যেমন- নিজের নাম সংশোধন করা, নিজের জন্ম তারিখ সংশোধন করা , ঠিকানা পরিবর্তন বা সংশোধন করা, লিঙ্গ পরিবর্তন বা সংশোধন করা যায় | এই সমস্ত কাজ গুলি করা যাবে ইউসিএল সফটওয়ারের মাধ্যমে এবং এই ইউসিএল সফটওয়্যার এর লাইসেন্স পেয়ে যাবেন সমস্ত csc-vle রা |


যাদের কাছে সিএসসি আইডি নেই তারা এই আঁধার আপডেটের কাজ করতে পারবেন না |  যদি আপনার কাছে সিএসসি আইডি না থাকে তাহলে আপনি সিএসসি আইডির জন্য আবেদন করুন তারপর আধার আপডেট এর কাজ করতে পারবেন | 

নতুন সিএসসি আইডি খুলুন এখান থেকে: Online CSC Apply
 

বর্তমানে প্রত্যেকটি csc-vle কে Bank Bc বানানো হবে | তাদেরকে প্রথমে ব্যাংকের সিএসপি প্রোভাইড করা হবে | তারপরে সেই  VLE কে আধার আপডেটের কাজ দেওয়া হবে | বর্তমানে সিএসসি থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্যাংক সিএসপি দেওয়া হয় |  সিএসসি থেকে ব্যাংক সিএসপি জন্য কোনরকম টাকা নেওয়া হয় না | কিন্তু অনেকেই আছেন যারা বেশ কিছু জায়গায় বেশ কিছু এজেন্টদেরকে সিএসপি নেওয়ার জন্য টাকা দিয়ে থাকেন | আপনি ভুলেও এই কাজটি করবেন না  | বিশেষ করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সিএসপি জন্য রেজিস্ট্রেশন করবেন না | প্রথমে সেই সমস্ত ওয়েবসাইটে আপনাকে Bank CSP আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে বলা হবে | এরপর আপনাকে কিছু টাকা এডভান্স পেমেন্ট করতে বলবে এবং বাকি টাকাটা সিএসপি দেওয়ার পর পেমেন্ট করতে বলবে  | কিন্তু আপনি যখন এডভান্স টাকা পেমেন্ট করবেন তারপর আপনি কোনদিনই তাদের কাছ থেকে সিএসপি পাবেন না | আপনি যে টাকাটা পেমেন্ট করবেন সেই টাকাটাই আপনার জলে চলে যাবে | 

ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন করুন : Bank CSP Apply
 
আপনার কাছে যদি সিএসসি আইডি থাকে তাহলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সিএসপি পেয়ে যাবেন |  CSP  পাওয়ার জন্য প্রথমে উপরের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন  | রেজিস্ট্রেশন করার পর আইসিআইসিআই ব্যাংকের সিএসপি খোলার জন্য একটা কারেন্ট একাউন্ট খুলতে হবে এবং এই কারেন্ট একাউন্ট খুলতে পারবেন সম্পূর্ণরূপে অনলাইন থেকে | যখনই আপনার কারেন্ট একাউন্ট খোলা হয়ে যাবে ,সমস্ত ডকুমেন্টস আপনাকে আপনার আইসিআইসিআই ব্যাংকের ব্রাঞ্চ এ জমা করতে হবে এবং সেখান থেকে আপনাকে আইসিআইসিআই ব্যাংকের বি সি কোড দেয়া হবে এবং যখনই আপনি  BC Codeপেয়ে যাবেন ঠিক তখনই আপনি ইউসিএল রেজিস্ট্রেশন এর জন্য আবেদন করতে পারবেন | 

আধার কার্ডের আপডেটের কাজ করার জন্য ইউসিএল সফটওয়্যার এর লাইসেন্স পাওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করুন : Apply UCL Registration 

3 comments:

  1. CSC VLE ke liye hone ke liye kya kiya electronic device Hona jaruri hai

    ReplyDelete
  2. Baimetric update konshi jaga par ho rahi ha

    ReplyDelete