Wednesday, July 22, 2020

HDFC INSTANT SAVING ACCOUNT OPEN ONLINE JUST IN 2 MINUTE

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের এখনও পর্যন্ত কোন ব্যাংকের অ্যাকাউন্ট নেই  |  এমন অনেকেই আছেন যারা চাইছেন তাৎক্ষণিক একটা একাউন্ট করতে | তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এইচ.ডি.এফ.সি (HDFC) ব্যাংকের ইনস্ট্যান্ট সেভিংস একাউন্ট বা সেলারি একাউন্ট খুলবেন |



এইচ.ডি.এফ.সি (HDFC) ইনস্ট্যান্ট সেভিংস একাউন্ট কি ?
এইচ.ডি.এফ.সি (HDFC) ইনস্ট্যান্ট সেভিংস একাউন্ট হলো তাৎক্ষণিক তৈরি হওয়া একটি সেভিংস একাউন্ট | এই একাউন্ট সম্পূর্ণ একটা ডিজিটাল একাউন্ট | এই একাউন্ট মাত্র 2 মিনিটে অনলাইনের মাধ্যমে খোলা যায় |  আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার সাথে সাথেই একাউন্ট নাম্বার পেয়ে যাবেন | 

কিভাবে খুলবেন এইচ.ডি.এফ.সি (HDFC) ইনস্ট্যান্ট সেভিংস একাউন্ট?
এই একাউন্ট মোট চারটি ধাপে খোলা যাবে|  প্রথম ধাপে আধার নাম্বার দিতে হবে  | তারপর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে  | সেটা দিতে হবে এবং আপনার অন্যান্য বাকি ডিটেলস দেওয়ার পর সাবমিট করতে হবে তাহলেই একাউন্ট হয়ে যাবে | 

কি কি ডকুমেন্টস লাগবে এইচ.ডি.এফ.সি (HDFC) ইনস্ট্যান্ট সেভিংস একাউন্ট একাউন্ট খুলতে ?
এই একাউন্ট খোলার জন্য আপনার কাছে থাকতে হবে আধার কার্ড এবং প্যান কার্ড | আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ আধার ওটিপি এর মাধ্যমেই আপনার সমস্ত ডিটেলস ভেরিফাই করা হবে | 

এই একাউন্টের অন্যান্য বিশেষ কিছু সুবিধা:
1.এই অ্যাকাউন্ট এপ্লাই করার সাথে সাথেই অ্যাকাউন্ট নাম্বার পাওয়া যায়|
2.এই একাউন্ট খোলার সাথে সাথেই মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং একটিভ হয়ে যায়|
3.এই একাউন্ট খোলার জন্য কোন ব্রাঞ্চে ভিজিট করতে হয় না |
4.এই একাউন্ট খোলার সাথে সাথেই যে কোন ব্যক্তির কাছ থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন বা যে কেউ আপনার অ্যাকাউন্টে সাথে সাথেই টাকা পাঠাতে পারবে |
5.একাউন্ট খোলার 48 ঘন্টা পর থেকে আপনি অন্য কাউকে পেমেন্ট দিতে পারবেন বা অন্য কারো একাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন |
6. এটিএম কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে টাকা বের করতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে 

এই একাউন্টের অন্যান্য বিশেষ কিছু সুবিধা : 
1. যেহেতু এটা সম্পূর্ণ একটা ডিজিটাল একাউন্ট তাই এই একাউন্টের সাথে কোন পাস বই অথবা চেক বই থাকবে না |
2. এই একাউন্টের সাথে কোন ফিজিক্যাল এটিএম কার্ড দেওয়া হবে না | তবে এটিএম কার্ড ছাড়া এটিএম মেশিন থেকে বিশেষ পদ্ধতির মাধ্যমে টাকা তুলতে পারবেন | 
3. আপনি যদি আপনার একাউন্ট কে একটা রেগুলার একাউন্ট হিসেবে রাখতে চান, তাহলে আপনাকে ফুল কেওয়াইসি করতে হবে | এর জন্য আপনাকে আপনার নিকটস্থ এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে ডকুমেন্ট সাবমিট করাতে হবে |
4. এই একাউন্টে এক লাখের বেশি টাকা রাখতে পারবেন না |
এইচ.ডি.এফ.সি (HDFC) ইনস্ট্যান্ট সেভিংস একাউন্ট একাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন
 

 Click Here To Apply Online

 

0 comments: