Thursday, April 16, 2020

Pradhan Mantri Ujjwala New Gas Connection Apply || কিভাবে নতুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর কানেকশনের জন্য আবেদন করবেন ||


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন কিভাবে করবেন? কিভাবে নতুন কানেকশন পাবেন এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন ?  ?তার সবকিছু থাকছে আজকের এই আর্টিকেলের ভেতর |  তাই আপনিও যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নিতে চান তাহলে এই আর্টিকেলটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন |


আপনারা সবাই জানেন যে বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সমস্ত গ্রাহকদের তিনটে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে | যাদের কাছে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন ছিল তারা সবাই পাচ্ছে এই ফ্রি গ্যাসের টাকা | আপনিও যদি চান যে এই ফ্রি গ্যাসের টাকা নিতে তাহলে আপনাকে অবশ্যই উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নিতে হবে |

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর প্রধান লক্ষ্য হলো সমাজের নারী এবং শিশুদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা | সাধারণত গ্রামের দিকে গরিব ঘরের মহিলারা রান্না করেন বিভিন্ন কয়লা বা কাঠের সাহায্যে এর ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয় এবং যে ধোঁয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের পরিবেশের উপর ব্যাপক ক্ষতি সাধন করে | তাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন এর মাধ্যমে যাতে গ্রামের প্রত্যেকটা ঘরে গ্যাস এর মাধ্যমে রান্না করা যায় তার ব্যবস্থা করা হয় |
 
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টি প্রথম ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী 2016 সালে | প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর মাধ্যমে সারা দেশের পাঁচ কোটি মানুষকে এই নতুন গ্যাস কানেকশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল | বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারতের প্রত্যেকটা রাজ্যে চালু আছে এবং রাজ্যের প্রত্যেকটি মানুষ এই যোজনার লাভ নিচ্ছেন |

কারা কারা পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস:
  1. আপনাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে |
  2. আপনাকে অবশ্যই একজন মহিলা হতে হবে | কোন পুরুষরা এই গ্যাসের জন্য আবেদন করতে পারবেন না |
  3. আপনাকে অবশ্যই একজন বিপিএল গ্রাহক হতে হবে |
  4. আপনার অবশ্যই একটি জন ধন যোজনা একাউন্ট থাকতে হবে |



কি কি ডকুমেন্টস লাগবে:
  1. আধার কার্ড
  2. রেশন কার্ড
  3. জনধন যোজনা একাউন্ট
  4. অ্যাপ্লিকেশন ফর্ম
  5. পাসপোর্ট সাইজ ফটো
  6. বাড়ির প্রধান এর আধার কার্ড

কিভাবে আবেদন করবেন: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নেয়ার জন্য প্রথমে আপনার নিকটবর্তী গ্যাস অফিসে যেতে হবে | সেখান থেকে আপনাকে একটা ফরম দেয়া হবে | সেই ফরমটি যথাযথভাবে ফিলাপ করে এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে |





0 comments: