করোনা
(COVID-19) সংক্রমনের মোকাবিলা করার জন্য আমরা সবাই লকডাউন পালন করছি | এর ফলে আমরা সবাই বাড়িতে বসে আছি | বাড়িতে বসে থাকার ফলে আমাদের সবারই কাজকর্ম বন্ধ আছে| কাজকর্ম বন্ধ থাকার ফলে আমাদের রোজকার এখন আর হচ্ছে না | তাই সমাজের গরিব শ্রেণীর লোকেরা খুব সমস্যার মধ্যে আছেন |
তাদের যাতে এই সমস্যা না হয়-- আর্থিক সমস্যা যাতে কিছুটা কম করা যায় সেজন্য কেন্দ্র থেকে তিন মাসে তিনটি গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে | এই ফ্রিতে গ্যাস দেওয়ার টাকা ঢুকতে শুরু করেছে সমস্ত UJJWALA YOJANA গ্যাস গ্রাহকদের একাউন্টে |
তবে সমস্ত উজ্জ্বলা যোজনা গ্রাহকদের একাউন্টে একসঙ্গে টাকা ঢুকছে না | এই টাকা গত 8 তারিখ থেকে ঢুকতে শুরু করেছে | তাই যাদের যাদের কাছে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন আছে তারা সবাই নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন | যদি আপনার অ্যাকাউন্টে ফ্রিতে গ্যাস পাওয়ার টাকা ঢুকে যায় তাহলে আপনিও ফ্রিতে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন এই টাকা দিয়ে |
কারা কারা পাবেন এই টাকা: সমস্ত উজ্জ্বলা যোজনা গ্যাস গ্রাহকরা তাদের একাউন্টে এই টাকা পাবেন | যাদের গ্যাস কানেকশন এপিএল তারা তাদের একাউন্টে এই টাকা পাবেন না | শুধুমাত্র উজ্জ্বলা যোজনা মাধ্যমে যে সমস্ত গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন নিয়েছিলেন শুধুমাত্র তারাই এই টাকা পাবেন |
কত টাকা পাওয়া যাবে: এই যোজনার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে | তাই তিনটে গ্যাস সিলিন্ডারের যা দাম হবে-- সেই টাকা প্রতি মাসে মাসে, তিন মাস পর্যন্ত, এক মাস অন্তর দেওয়া হবে | অর্থাৎ আপনার একাউন্টে প্রথম মাসে প্রথম কিস্তি পাবেন | সেই কিস্তি দিয়ে আপনি প্রথম মাসের গ্যাস তুলতে পারবেন এবং দ্বিতীয় মাসে দ্বিতীয় কিস্তি পাবেন এবং তৃতীয় মাসে তৃতীয় কিস্তি পাবেন |
কিভাবে গ্যাস বুকিং করবেন : আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত তিনটে কোম্পানির গ্যাস দেওয়া হয় উজ্জ্বলা যোজনা মাধ্যমে | তাই এই তিনটে কোম্পানির গ্যাস কিভাবে বুক করতে হয় তার নিয়ম নিচে দেয়া হলো |
INDANE GAS :
SMS BOOKING : IOC ফাঁকা
STD Code + Distributor's Number ফাঁকা Consumer Number এবং পাঠিয়ে দিন 9088324365 নাম্বারে |
PHONE CALL : কল করুন 9088324365 এই নাম্বারে | প্রথমবার ফোন করলে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি 1 প্রেস করে বাংলা ভাষা সিলেক্ট করে নেবেন
|এরপর আপনাকে আপনার ডিস্ট্রিবিউটরের টেলিফোন নাম্বার প্রেস করতে হবে এসটিডি কোড সহ |
ডিস্ট্রিবিউটরের টেলিফোন নাম্বার প্রেস করার সাথে সাথেই আপনার ডিস্ট্রিবিউটর এর নাম বলা হবে এবং আপনাকে গ্যাস বুকিং করার জন্য কনজিউমার নাম্বারটি ইন্টার করতে বলা হবে
| কনজিউমার নাম্বার প্রেস করার সাথে সাথে সিস্টেম থেকে অটোমেটিকলি একবার কনফার্ম করিয়ে দেবে এবং ঠিকঠাক থাকলে কনফার্ম করার জন্য আপনাকে 1 টিপতে বলবে এবং সর্বশেষ রিফিল (গ্যাস) বুক করার জন্য আবারো আপনাকে 1 প্রেস করতে বলবে
|
ONLINE BOOKING : CLICKHERE TO BOOK GAS ONLINE
BHARAT GAS
SMS BOOKING: প্রথমে আপনার মোবাইল নাম্বারটি গ্যাস অফিসে গিয়ে রেজিস্টার করতে হবে
|লিখুন : LPG আর পাঠিয়ে দিন এই নাম্বারে
7715012345 or 7718012345 | এসএমএস করার সাথে সাথে আপনার মোবাইলে একটা কনফার্মেশন এসএমএস আসবে যে আপনার গ্যাসটি বুকিং হয়ে গেছে এবং সেখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে
|
PHONE CALL : প্রথমে আপনার মোবাইল নাম্বারটি গ্যাস অফিসে গিয়ে রেজিস্টার করতে হবে
| মোবাইল নাম্বার রেজিস্টার করার জন্য এখানে ক্লিক করুন | গ্যাস সিলিন্ডার বুক করার জন্য এই নাম্বারে ফোন করুন
7715012345 or 7718012345 |
HP GAS:
ONLINE GAS BOOKING : অনলাইন থেকে কোনরকম রেজিস্ট্রেশন ছাড়াই দ্রুত গ্যাস বুকিং করতে এখানে ক্লিক করুন |
SMS BOOKING : এসএমএসের মাধ্যমে গ্যাস বুকিং করার জন্য প্রথমে আপনার নাম্বারটি রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আপনার ফোনের এসএমএস অপশন থেকে এসএমএস করুন|
লিখুন : HP ফাঁকা
STD Code + Distributor's Mob Number ফাঁকা
ConsumerNumber |মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেলে এবার গ্যাস বুকিং করুন
| লিখুন : HPGAS এবং পাঠিয়ে দিন এই নাম্বারে
90888 23456
PHONE CALL : প্রথমে এই 90888
23456 নাম্বারে ফোন করুন | ফোন করার পর প্রথমে আপনি ভাষা সিলেক্ট করুন
| এরপর আপনার ডিস্ট্রিবিউটর এর ল্যান্ডলাইন নাম্বার এসটিডি কোড সহ টাইপ করুন
| তারপর আপনার কনজ্যুমার নাম্বার টাইপ করুন
| এরপর রিফিল বুক করুন
|
ডিস্ট্রিবিউটরের টেলিফোন নাম্বার এখান থেকে দেখুন
ডিস্ট্রিবিউটরের টেলিফোন নাম্বার এখান থেকে দেখুন
0 comments: