Wednesday, April 8, 2020

মোদি দিচ্ছে 500 টাকা করে সবার একাউন্টে || আপনার একাউন্টে কি এখনো টাকা ঢোকেনি এখনই চেক করে নিন


বর্তমানে করণা (COVID-19) সংক্রমণকে থামানোর জন্য সারা ভারত বর্ষ লকডাউন আছে |  এবং এই লকডাউন কতদিন চলবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না |  অনির্দিষ্টকালের জন্য চলছে এই লকডাউন | এই অনির্দিষ্টকালের জন্য লকডাউন থাকার ফলে সমাজের যারা গরিব শ্রেণীর লোকের আছেন তাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে  |
এবং তাদের এই সমস্যার কথা ভেবেই দেশের সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন |

দিন আনা দিন খাওয়া প্রত্যেকটা দিনমজুরের জীবন হয়ে পড়েছে অসহায় |  তাদের এই অসহায়তার কথা মাথায় রেখে দেশের সরকার এবং রাজ্য সরকার এই সমস্ত গরিব মানুষদের কে বিভিন্ন ভাবে সাহায্য করছেন |  কখনো কখনো রাজ্য সরকার সমস্ত রেশন মাল সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছেন  | আবার কখনও কখনও কেন্দ্র সরকার সমস্ত রান্নার গ্যাস ফ্রি করে দিচ্ছেন |  এরকম করেই দেশবাসীর পাশে থাকছেন দেশের কেন্দ্র সরকার রাজ্য সরকার |

এই পরিস্থিতির মধ্যে সমস্ত দেশবাসীর জন্য দারুন একটা সুখবর- যে সমস্ত ব্যক্তির জন ধন  যোজনার অ্যাকাউন্ট রয়েছে তাদের সবার একাউন্টে কেন্দ্র থেকে 500 টাকা করে সম্পূর্ণ ফ্রীতে দেওয়া হচ্ছে | আপনার কাছেও যদি একটি জনধন যোজনা একাউন্ট থাকে তাহলে আপনার একাউন্টে এই 500 টাকা হয়তোবা ঢুকে গেছে |
কারা কারা পাবেন এই ফ্রিতে 500 টাকা করে
1.       ভারতের সমস্ত মহিলাদের একাউন্টে এই টাকা দেয়া হচ্ছে |
2.       আপনার একাউন্ট টি অবশ্যই জনধন যোজনা একাউন্ট হতে হবে |
3.       যে কোনো নির্দিষ্ট একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে | কোন পেমেন্ট ব্যাঙ্ক থাকলে হবে না |
4.       আপনাকে অবশ্যই একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে |
কিভাবে টাকা দেওয়া হবে এবং কবে থেকে টাকা তোলা যাবে
2 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত দেশের সমস্ত জনধন যোজনা একাউন্টে 500 টাকা করে কেন্দ্রের তরফ থেকে দেয়া হবে | একাউন্ট নাম্বার এর বিভিন্ন সংখ্যা অনুযায়ী এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এর ক্রমিক সংখ্যা অনুযায়ী এই টাকা দেওয়া হবে |
 
ধন জনধন যোজনা একাউন্টে যেভাবে টাকা ঢুকবে
যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারে শেষ সংখ্যা
কত তারিখে টাকা ঢুকবে
কত তারিখ থেকে টাকা তুলতে পারবেন
XXXXXXXXX 0
02-04-2020
03-04-2020 (শুক্রবার থেকে)
XXXXXXXXX 1
02-04-2020
03-04-2020 (শুক্রবার থেকে))
XXXXXXXXXX 2

03-04-2020
04-04-2020 (শনিবার থেকে)
XXXXXXXXXX 3
03-04-2020
04-04-2020 (শনিবার থেকে)
XXXXXXXXXX 4
04-04-2020 -–06-02-2020
07-04-2020 (মঙ্গলবার থেকে)
XXXXXXXXXX 5
04-04-2020 -–06-02-2020
07-04-2020 (মঙ্গলবার থেকে)
XXXXXXXXXX 6
07-04-2020
08-04-2020 (বুধবার থেকে)
XXXXXXXXXX 7
07-04-2020
08-04-2020 (বুধবার থেকে)
XXXXXXXXXX 8
08-04-2020
09-04-2020(বৃহস্পতিবার থেকে )
XXXXXXXXXX 9
08-04-2020
09-04-2020(বৃহস্পতিবার থেকে )


উপরের চারটি ভালো করে দেখুন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এর সংখ্যা অনুযায়ী আপনার একাউন্টে টাকা ঢুকবেতাই আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা অযথা ব্যাংকে গিয়ে ভিড় করবেন না আগে আপনারা দেখুন আপনার একাউন্টে টাকাটা ঢুকেছে কিনা তারপর আপনারা ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেন |

দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার তারিখ:


যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারে শেষ সংখ্যা
কত তারিখে টাকা ঢুকবে
কত তারিখ থেকে টাকা তুলতে পারবেন
XXXXXXXXX 0
03-05-2020
04-05-2020 
XXXXXXXXX 1
03-05-2020
04-05-2020 
XXXXXXXXXX 2

04-05-2020
05-05-2020 
XXXXXXXXXX 3
04-05-2020
05-05-2020 
XXXXXXXXXX 4
05-05-2020 -–07-05-2020
08-05-2020 
XXXXXXXXXX 5
05-05-2020 -–07-05-2020
08-05-2020 
XXXXXXXXXX 6
08-05-2020
09-05-2020 
XXXXXXXXXX 7
09-05-2020
10-05-2020 
XXXXXXXXXX 8
10-05-2020
11-05-2020
XXXXXXXXXX 9
11-05-2020
12-05-2020

তৃতীয় কিস্তির টাকা পাওয়ার তারিখ:

যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারে শেষ সংখ্যা

কত তারিখে টাকা ঢুকবে

কত তারিখ থেকে টাকা তুলতে পারবেন

XXXXXXXXX 0

04/06/2020 –05/06/2020

06/06/2020

XXXXXXXXX 1

 

XXXXXXXXX 2

06/06/2020 - 08/06/2020

09/06/2020

XXXXXXXXX 3

09/06/2020

10/06/2020

XXXXXXXXX 4

10/06/2020

11/06/2020

XXXXXXXXX 5

11/06/2020

12/06/2020

XXXXXXXXX 6

12/06/2020

13/06/2020

XXXXXXXXX 7

13/06/2020-15/06/2020

16/06/2020

XXXXXXXXX 8

16/06/2020

17/06/2020

XXXXXXXXX 9

18/06/2020

19/06/2020



3 comments: