অনলাইন থেকে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করুন খুবই সহজ পদ্ধতিতে | বর্তমানে প্রায় আমাদের সকল বাচ্চার কাছেই জন্মের সার্টিফিকেট রয়েছে|
নতুন বাচ্চার কাছে এই জন্ম সার্টিফিকেটটি অত্যন্ত প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট| এই জন্ম সার্টিফিকেটের সাহায্যেই বাচ্চার আইডেন্টিফিকেশন করা হয়| অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বিভিন্ন রকম কাজের জন্য এই জন্ম সার্টিফিকেট থেকেই সবার আগে প্রাধান্য দেয়া হয়। সুতরাং জন্ম সার্টিফিকেট সমস্ত বাচ্চার কাছে থাকাটা অত্যান্ত জরুরী| জন্ম সার্টিফিকেট ছাড়া বর্তমানে কোন বাচ্চারাই বিভিন্ন রকম সরকারি প্রকল্পের আওতায় আসতে পারবেনা| শুধু তাই নয় জন্ম সার্টিফিকেট ছাড়াও কোন বাচ্চা তার আধার কার্ড তৈরি করতে পারবে না। অনেক সময় দেখা গিয়েছে অনেক বাচ্চার জন্ম সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে এবং নতুন আরেকটি জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য পাচার পরিবারকে অনেক মেহনত করতে হয় |
বর্তমানে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার | বর্তমানে যে কেউ খুবই সহজেই অনলাইন থেকে এই জন্মের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন | সত্যি বিষয়টি খুবই মজার তাই না| আপনার কাছের জন্মের সার্টিফিকেটটি যদি হারিয়ে যায় সে ক্ষেত্রে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন | শুধু তাই নয় যে কোন সময় অনলাইন থেকে আপনারা আপনাদের বাচ্চার জন্মের সার্টিফিকেট ডাউনলোড করে বাড়িতে রেখে দিতে পারবেন | এর ফলে আপনার পুরাতন জন্মের সার্টিফিকেটটি যদি ছেড়ে যায় বা কাগজটি খারাপ হয়ে যায় তো সে ক্ষেত্রে খুবই সহজেই আপনারা নতুন ডাউনলোড করা জন্মের সার্টিফিকেটটি দিয়ে সমস্ত রকমের কাজ করতে পারবেন |
অনলাইন থেকে কিভাবে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করতে হয় চলুন দেখা যাক
অনলাইন থেকে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনি সরাসরি পশ্চিমবঙ্গের জন্ম মৃত্যু পোর্টালে চলে আসবেন এই পোর্টাল থেকে ওপরের সিটিজেন সার্ভিস এর উপর ক্লিক করতে হবে তাহলে আপনার কাছে সিটিজেন সার্ভিসের সমস্ত অপশন গুলো খুলে যাবে |
আপনার কাছে যদি অলরেডি জন্মের সার্টিফিকেট এর একটা কপি থাকে তাহলে সেই সার্টিফিকেটের ওপরে আপনারা জন্মের সার্টিফিকেট এর নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটি দিয়ে খুবই সহজেই আপনারা জন্মের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় জন্মের সার্টিফিকেটটি হারিয়ে গিয়ে থাকে এবং বাড়িতে কোন জেরক্স কপিও থাকে না এই অবস্থায় আপনাদের কাছে জন্মের সার্টিফিকেট নাম্বার থাকবে না তো আপনারা খুবই সহজে জন্মের সার্টিফিকেটের নাম্বারটা অনলাইন থেকে বের করে নিতে পারবেন |
আপনি যদি আপনার জন্মের সার্টিফিকেট এর নাম্বার জানতে চান তাহলে অপশন গুলির মধ্যে থেকে নো ইওর একনলেজমেন্ট / সার্টিফিকেট নাম্বারে ক্লিক করতে হবে | এবং পরবর্তী সার্চ বক্সে বাচ্চার নামের প্রথম তিনটি অক্ষর বাচ্চার বাবার নামের প্রথম তিনটি অক্ষর এবং বাচ্চার মায়ের নামের প্রথম তিনটি অক্ষর ও রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই সেই বাচ্চার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে |
এভাবে আপনারা খুবই সহজেই অনলাইন থেকে জন্মের সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন। জন্মের সার্টিফিকেট নাম্বারটি পাওয়ার পর আপনারা ডাউনলোডের উপর ক্লিক করুন এবং সেখানে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে জন্মের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে|
0 comments: