বর্তমানে প্রায় আমাদের সবার কাছেই আধার কার্ড রয়েছে | এই আধার কার্ড আমরা বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারি | বর্তমানে আধার কার্ড সব থেকে প্রয়োজনীয় একটি নথি সব ক্ষেত্রেই প্রযোজ্য | আধার কার্ড ছাড়া কোনো কাজই বর্তমানে সম্ভব নয় | ব্যাংকের একাউন্ট খোলা থেকে শুরু করে রেশন কার্ড করা পর্যন্ত সব কাজেই আধার কার্ড বাধ্যতামূলক |
বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষেরই আধার কার্ডে রয়েছে বিভিন্ন রকমের ভুল ত্রুটি | কারো আধার কার্ডে রয়েছে নামের ভুল , কারো আবার আধার কার্ডে রয়েছে জন্মের তারিখ ভুল, কারো আবার আধার কার্ডে রয়েছে ঠিকানা ভুল | স্বাভাবিকভাবেই এই সমস্ত ভুল ত্রুটি সংশোধন করার জন্য রয়েছে বিভিন্ন আধার সেভা কেন্দ্র | এই সমস্ত আধার সেভা কেন্দ্র গুলি থেকে খুবই সহজ এই আধার কার্ডের যেকোনো ডেমোগ্রাফিক ভুল সংশোধন করা যায় |
আবার আপনার পরিবারের কারো যদি আধার কার্ড না থাকে সে ক্ষেত্রে নতুন আধার কার্ড করার জন্য রয়েছে বিভিন্ন এনরোলমেন্ট সেন্টার | এই এনরোলমেন্ট সেন্টার থেকে নতুন আধার কার্ড থেকে শুরু করে সংশোধনের কাজ করা যায় |
কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন এনরোলমেন্ট সেন্টার অথবা আধার সেভা কেন্দ্র থেকে আধার কার্ডের বিভিন্ন পরিষেবা দেওয়ার নামে অতিরিক্ত চার্জ করা হয় গ্রাহকদের কাছ থেকে | আধার কার্ড সংশোধন করার জন্য এবং নতুন আধার কার্ড করার জন্য ইউআইডিএআই (UIDAI) থেকে নির্দিষ্ট চার্জ লিস্ট রয়েছে |
উপরোক্ত আধারের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পরিমান চার্জ নেওয়া যাবে | কিন্তু আধার সেভা কেন্দ্র যদি উপরোক্ত চার্জ থেকে বেশি চার্জ নিয়ে থাকে, তাহলে আপনারা খুব সহজেই অনলাইন থেকে সেই আঁধার সেবা কেন্দ্রের বিরুদ্ধে কমপ্লেইন রাইস করতে পারবেন |
অনলাইনে কমপ্লেইন রাইস Click Here
0 comments: