Monday, March 7, 2022

স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খোলার নতুন নিয়ম 2022 সালের

  আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রেগুলার সভিংস একাউন্ট খুলতে চান ? তাহলে অবশ্যই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন এবং স্টেট ব্যাংকে 2022 সালে একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে একাউন্ট খোলা যাবে  সবকিছু দেয়া রয়েছে আজকের এই পোস্টে



 সম্পূর্ণরূপে অনলাইন থেকেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যাবে |  অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের জন্য |  বর্তমানে অনলাইনে দুই রকমের একাউন্ট খোলা যায় স্টেট ব্যাঙ্কের |  রেগুলার সেভিংস একাউন্ট এবং ডিজিটাল সেভিংস একাউন্ট |  আপনি যদি রেগুলার সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার ব্রাঞ্চ এ জমা দিতে হবে |  এই রেগুলার সেভিংস একাউন্টের সাথে আপনারা পাস বই চেক বই এটিএম কার্ড সহ ব্রাঞ্চ এর যাবতীয় প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন |  অপরদিকে আপনি যদি ডিজিটাল সেভিংস একাউন্ট খুলেন সেই একাউন্টে হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে , এই একাউন্টে আপনারা কোন রকমের পাস বই , চেক বই পাবেন না |  এবং এই একাউন্টের সাথে আপনার ব্রাঞ্চের কোনো যোগাযোগ থাকবে না আপনারা ব্রাঞ্চ থেকে কোন ট্রানজেকশন করতে পারবেন না |


 💥স্টেট ব্যাংকের রেগুলার সভিংস একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
 👉আধার কার্ড
👉প্যান কার্ড
👉পাসপোর্ট সাইজ ফটো
👉অনলাইনে আবেদন করা ফরমের প্রিন্ট আউট

 💥 কিভাবে অনলাইন থেকে আবেদন করতে হবে ?

 👉 প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনারা স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন |  এরপর ওপরের দিকে Apply for SB/Current Account এর ওপর ক্লিক করতে হবে |  এরপর আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে সেভিংস একাউন্ট এর ওপর ক্লিক করবেন আর যদি কারেন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে কারেন্ট একাউন্ট এর উপরে ক্লিক করবেন |  আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে সেভিংস অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন তাহলে For Resident Individuals   ক্লিক  করে Small SB Account  এর ওপর ক্লিক করতে হবে |

👉  এরপর আপনার কাছে পুরো একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্ম টি কে আপনার যাবতীয় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সবার শেষে সাবমিট করতে হবে |  ফর্মটা ফিলাপ করার পর প্রিন্ট অপশনে ক্লিক করে সম্পূর্ণ এপ্লিকেশন ফর্ম তৈরি প্রিন্ট নিয়ে নিতে হবে |  এই প্রিন্ট আউট সহ প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে আপনার নিকটবর্তী ব্রাঞ্চে যেতে হবে এবং সেখানে জমা করতে হবে জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার একাউন্ট খুলে যাবে |

Apply SBI Saving AC Online



1 comment: