Wednesday, September 8, 2021

বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন

 বর্তমানে আধার কার্ড ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছেই রয়েছে |এই আধার কার্ড পরিচয় পত্র হিসাবে আমরা ব্যবহার করি |তবে আধার কার্ডের বিভিন্ন অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয় |


আধার কার্ড সংশোধন করা এ ক্ষেত্রে আপনারা আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেইলস সংশোধন করতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে অনলাইন থেকেই সংশোধন করা যাবে| যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার নেই তারা অনলাইনের এই সুবিধাগুলো পান না তাদেরকে যেকোনো আধার এনরলমেন্ট সেন্টারে যেতে হয় এবং সেখান থেকেই তাদের আধার কার্ডের যাবতীয় কাজ গুলি করতে পারেন |বর্তমানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাদের নেই তারা লিঙ্ক করতে চান| কিন্তু সমস্যা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার| আপনারা যদি আধার এনরোলমেন্ট সেন্টার এর না যেতে চান যদি বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান তাহলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নতুন একটা সুবিধা নিয়ে এসেছে আপনার জন্য |আপনারা সবাই জানেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডোর স্টেপ সুবিধা পাওয়া যায় অর্থাৎ আপনারা চাইলেই বাড়িতে বসে ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংক এর যাবতীয় পরিষেবা নিতে পারবেন | ডোর স্টেপ স্টেপ পরিষেবা এর মধ্যে বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায় যেমন ….


ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডোর স্টেপ পরিষেবাগুলি নিম্নলিখিত 

1.নতুন একাউন্ট খোলা 

2.টাকা জমা করা বা টাকা তোলা 

3.মানি টান্সফার করা 

4.রিচার্জ ও বিল পেমেন্ট 

5.একাউন্ট সম্পর্কিত অন্যান্য পরিষেবা 

6.আধার এনেবেল পেমেন্ট সিস্টেম 

7.থার্ড পার্টি পরিষেবা যেমন -লাইফ ইন্সুরেন্স, জেনারেল ইন্সুরেন্স, মিউচুয়াল ফান্ড 

8.ফাইন্যান্সিয়াল পরিষেবা যেমন -আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বা আপডেট করা |ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেশন অর্থাৎ জীবন প্রমান সার্টিফিকেট |ইত্যাদি 


ডোর স্টেপ পরিষেবা গুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে হবে |

155299

1800-180-7980

ফোন করার পর দুদিন পর আপনার রিকুয়েস্ট একসেপ্ট হবে এবং রিকুয়েস্ট একসেপ্ট হওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে আপনার বাড়িতে এসে আপনার পরিষেবাটি তারা প্রদান করবে |


**ডোর স্টেপ পরিষেবা নেওয়ার জন্য প্রতি এক কিলোমিটার চার্জ  rs 20+gst

charge list : https://www.ippbonline.com/web/ippb/doorstep-banking-charges1

twitter link :https://twitter.com/pib_comm/status/1417410456059138051/photo/1




0 comments: