Wednesday, August 11, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার ফরম ফিলাপ এবং প্রয়োজনীয় শর্ত সমূহ দেখে নিন এক নজরে

 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছেন যেটার নাম লক্ষী ভান্ডার |এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের আর্থিক উন্নতি করা |এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদেরকে 500 টাকা থেকে 1 হাজার টাকা প্রতিমাসে দেয়া হবে |


কারা কারা লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন ?

1 . পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী মহিলা বাসিন্দারাই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন

2 .  লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই সেই পরিবারের মহিলাদেরকে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে থাকতে হবে |

3 . পরিবারের প্রতিটি মহিলারাই এই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন |

i ) তবে অবশ্যই প্রতিটি মহিলাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে |

ii) বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে |

iii) কোন সরকারি চাকরি করেন এমন মহিলারা আবেদন করতে পারবেন না |এবং যারা সরকারি পেনশন পান তারাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন না |


কত টাকা করে দেয়া হবে লক্ষী ভান্ডার প্রকল্পে 

1. SC/ST পরিবারের মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেয়া হবে |

2. SC/ST বাদে অন্যান্য পরিবারের মহিলাদেরকে প্রতিমাসে 500 টাকা করে দেয়া হবে |

কিভাবে আবেদন করা যাবে লক্ষী ভান্ডার প্রকল্পে ?

দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমেই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করা যাবে| সমস্ত স্বাস্থ্য সাথী অন্তর্ভুক্ত পরিবারের মহিলারা নির্দিষ্ট ফরম ফিলাপ করে ধরে সরকার ক্যাম্পে জমা করবেন |সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে |


কি কি ডকুমেন্ট লাগবে লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য ?

1.স্বাস্থ্য সাথী কার্ড 

2.আধার কার্ড 

3. SC/ST সার্টিফিকেট 

4.ব্যাংকের পাস বই 

5.কালার পাসপোর্ট সাইজ ফটো 


কবে থেকে আবেদন গ্রহণ করা হবে ?

লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে জমা নেওয়া হবে| আগামী 16 ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প সারা পশ্চিমবঙ্গ জুড়েই শুরু হবে চলবে 15 ই সেপ্টেম্বর পর্যন্ত |


যদি কোন মহিলার আধার কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড না থাকে সে ক্ষেত্রে কি করবে ?

যদি কোন মহিলার স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে তাহলে প্রথমে সে লক্ষী ভান্ডার প্রকল্পে অস্থায়ীভাবে আবেদনপত্র জমা দিতে পারবে |আবেদনপত্র জমা দেওয়ার পর তাকে দ্রুত আধার কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড করে নিতে হবে |তারপর সে লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে থাকবে |



5 comments: