Tuesday, March 2, 2021

Bank Of India CSP-এর জন্য এখনই এপ্লাই করুন, Bank Of India CSP Apply Now, Bank Of India CSP Available

 Bank Of India CSP




ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সি.এস.পি (CSP)  দেয়া হচ্ছে, দেখুন কিভাবে সি.এস.পি (CSP) জন্য আবেদন করবেন ? বর্তমানে যেকোনো ব্যাংকের সিএসপি পাওয়া খুবই মুশকিল একটি ব্যাপার |

বিভিন্ন জন সিএসপি পাওয়ার আশায় বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে যান |সঠিক গাইডলাইনের অভাবে আমরা অনেকেই সিএসপি পাইনা উপরন্তু আমরা বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে যাই |তাই সিএসপি নেওয়ার আগে সমস্ত ডকুমেন্ট তথ্য আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে তারপরই আবেদন করতে হবে |


বিভিন্ন ব্যাংকের সিএসপি কোন না কোন কোম্পানির মাধ্যমে দেওয়া হয় | সরাসরি ব্যাঙ্ক  থেকে সিএসপি দেওয়া হয় না |তো আজকে আপনাদেরকে আমি দেখাবো RNFI (RELIPAY )  কোম্পানি থেকে কিভাবে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপির জন্য আবেদন করবেন |


যাদের কাছে RNFI (RELIPAY )  কোম্পানি  রিটেলার আইডি আছে তারা তাদের ওয়েব পোর্টাল থেকে সিএসপির জন্য আবেদন করতে পারবেন |তবে একটা কথা প্রথমেই বলে রাখি এখানে আবেদন করলে আপনি সিএসপি পাবেন এমন কোন গ্যারান্টি নেই |আপনি যখন সিএসপির জন্য আবেদন করবেন তারপর RNFI থেকে আপনাকে ফোন করে সমস্ত তথ্য দেয়া হয় এবং যদি আপনার পিন কোড বা আপনার এরিয়াতে সিএসপি অ্যাভেলেবল থাকে তবেই পরবর্তী স্টেপ নেওয়া হয় |


[ N.B : সিএসপি (CSP) নেওয়ার জন্য কোথাও কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে সে বিষয়ে আমরা কোন রকমের দায়ী থাকব না]


যদি আপনার কাছে RNFI  পোর্টালের আইডি না থাকে তাহলে আপনারা প্রথমে একটি RNFI  পোর্টালের আইডি নিয়ে নিন  | তারপর CSP জন্য আবেদন করতে পারবেন | RNFI রিটেলার আইডি নেওয়ার জন্য আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন | 



কিভাবে RNFI  সি.এস.পি (CSP) দেওয়ার কাজটি সম্পন্ন করে ?

1.প্রথমেই এপ্লাই করা রিটেইলারদের কে ফোন করে তাদের পিন করে সিএসপি এভেলেবেল আছে কিনা সেটা যাচাই করা হয় |

2.সিলেক্টেড রিটেইলারদের কাছ থেকে এরপর ডকুমেন্ট সংগ্রহ করা হয় |

3.সমস্ত ডকুমেন্ট RNFI  দ্বারা ভেরিফাই করা হয় |

4.যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় তখন রিটেলার এবং RNFI  থেকে ব্যাংকে ভিজিট করা হয় এবং দেখা হয় যে ডকুমেন্টে কোনরকম সমস্যা আছে কিনা |

5. যদি ডকুমেন্টে কোন রকমের সমস্যা না থাকে তাহলে ব্রাঞ্চ ম্যানেজার অডিট রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করবেন |

6.এরপর ব্রাঞ্চ ম্যানেজার যেখানে সিএসপি দেয়া হবে সেই জায়গাটি পরিদর্শন করবেন এবং তার রিপোর্ট জোনাল অফিস এ পাঠাবেন |

7.এরপর ব্রাঞ্চ অফিস থেকে RNFI থেকে পাঠানো সমস্ত ডকুমেন্ট এর হার্ডকপি গুলো জোনাল অফিসে পাঠানো হয় |এবং সফট কপি গুলো পাঠানো হয় HO  আইডি থেকে |

8.এরপর জোনাল অফিসের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার (LDM), ফাইন্যান্স ইনক্লিজন ম্যানেজার (FI),এগ্রিকালচার ফাইন্যান্স ডিপার্টমেন্ট (AF) RNFI থেকে পাঠানো সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই করেন এবং একটি ওভারড্রাফট অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেন |

9.এরপর জোনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার কে একটি মেইল করেন এবং গ্রাহক সেবা কেন্দ্র খোলার অনুমতি দেন |

10.যখনই জোনাল ব্রাঞ্চ থেকে অনুমোদন চলে আসে এরপর রিটেলার কে ব্রাঞ্চে যেতে হয় এবং সেখানে একটি সেভিংস একাউন্ট ( কমিশন পাওয়ার জন্য ),ফিক্স ডিপোজিট একাউন্ট (ট্রানজেকশন করার জন্য ), এবং ওভারড্রাফট একাউন্ট খুলতে হয় |


11. এরপর ফিক্স ডিপোজিট অ্যাকাউন্ট টা ওভারড্রাফট একাউন্টে কনভার্ট হয়ে যায় |


12.ওভারড্রাফট একাউন্টের মাধ্যমে অপারেটর আইডি তৈরি করা হয় | এবং এটি সম্পূর্ণ করেন RNFI 

13.এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোর্টালের চেক করতে হয় RNFI সেখানে লিস্টেড আছে কি নেই |

14.যখনই অপারেটর আইডি তৈরি হয়ে যায় তখন ব্রাঞ্চে একটি পাসওয়ার্ড ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় এবং এরপর রিটেইলারকে ব্রাঞ্চের ইমেইল থেকে TCS কে একটি মেইল করতে হয় অপারেটর আইডি এবং আধার কার্ড ম্যাপিং করানোর জন্য 

15.এরপর TCS মেম্বাররা আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ সমস্ত সফটওয়্যার ইন্সটল করে দেয় | আপনার কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই নিচের দেওয়া কনফিগারেশনের মধ্যে থাকতে হবে |

WINDOWS 7 32/64BIT SERVICE PACK 1

INTERNET EXPLORER 10

RAM 4 GB

সমস্ত ট্রেনিং TCS মেম্বাররা BC কে দিয়ে দেবে  | 


এইভাবে RNFI থেকে একটি বিসি এজেন্ট বা সিএসপি কে অনবোর্ড করা হয় |


গ্রাহক সেবা কেন্দ্র থেকে কোন কোন সার্ভিসের কেমন কেমন কমিশন পাওয়া যায় সেটা দেখার জন্য নিচের দেওয়া ডাউনলোড লিস্ট থেকে কমিশন লিস্ট ডাউনলোড করে নিন |

DOWNLOAD


0 comments: