Wednesday, March 10, 2021

প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের নামের লিস্ট || এখনই চেক করে নিন এই লিস্টে আপনার নাম আছে কিনা || নাম থাকলেই পেয়ে যাবেন 5000 টাকা


 

কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আমরা অনেকেই আবেদন করেছি | বিশেষ করে দুয়ারের সরকার প্রকল্পে বেশিরভাগ মানুষ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন |আবেদনপত্র জমা দেওয়ার পর আমরা কেউ বুঝতে পারছিলাম না যে আমাদের আবেদনপত্রটি গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে |

অবশেষে অনলাইনেই আপনারা চেক করতে পারবেন আপনার জমা দেওয়া আবেদনপত্রটি গৃহীত হয়েছে কিনা |অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টি যদি এপ্রুভ হয়ে যায় তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলে আসবেন |এবং কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত রকম সুযোগ-সুবিধা পেতে থাকবেন |কৃষক বন্ধু প্রকল্প জমির পরিমাণের ওপর ভিত্তি করে কৃষকদেরকে টাকা দেয়া হয় |1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা পেয়ে থাকেন |


কিভাবে চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট আপনার নাম এসেছে কিনা ?

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকলে আপনি খুব সহজেই আপনার নামটি অনলাইন থেকে চেক করতে পারবেন  | অনলাইনে কৃষক বন্ধু নাম চেক করার জন্য আপনার কাছে ভোটার কার্ড থাকতে হবে | অর্থাৎ ভোটার কার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই কৃষক বন্ধু প্রকল্পের আপনার নাম রয়েছে কিনা সেটি চেক করতে পারবেন |কৃষক বন্ধু প্রকল্পের নিজের নাম চেক করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে হবে |


Krishak Bandhu Name Search 


উপরে দেওয়া লিংকে ক্লিক করলে আপনার কাছে কি সব বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে | এরপর হোমপেজের দুই নম্বর অপশন “নথিভূক্ত কৃষকের তথ্যের” ওপর ক্লিক করতে হবে | এবার নতুন আরেকটি পেজ খুলে যাবে সেখানে আবেদনকৃত কৃষকের ভোটার নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে |সার্চ করার সাথে সাথেই আবেদনকৃত কৃষকের সমস্ত তথ্য চলে আসবে এবং স্ট্যাটাস এপ্রুভ হয়েছে কিনা সেটা দেখিয়ে দেবে |

45 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. কৃষক বন্দুতে তে নামথাকলোওটাকা ঢুকে নি

    ReplyDelete
  3. একাউন্টে টাকা আসেনি

    ReplyDelete
  4. আমাদের কী টাকা ঢুকেছে

    ReplyDelete
  5. আমার নাম জানা গেছে

    ReplyDelete
  6. Replies
    1. আমার কি টাকা ঢোকেছে একাউন্টে

      Delete
    2. কিভাবে চেক করে বলবেন প্লিজ

      Delete
  7. সুমন হালদার টাকা আসেনি

    ReplyDelete
  8. আমরা এখনো টাকা পাইনি চামেলি চৌধুরী

    ReplyDelete