Monday, February 1, 2021

নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন ? এখনই অনলাইন থেকে চেক করুন আপনার জব কার্ড হয়েছে কিনা ? Online job Card Status Check 2021

 নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন এখনই অনলাইন থেকে চেক করুন আপনার জব কার্ড হয়েছে কিনা ?




দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে অনেকেই নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন |এর ফলে অনেকেই বুঝতে পারছেন না যে তাদের জব কার্ড হয়েছে কি হয়নি |কারণ আপনারা জানেনই না যে অনলাইন থেকে কিভাবে জব কার্ডের স্ট্যাটাস চেক করা যায় |আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে কিনা

|জব কার্ড আবেদন করার পর যদি আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয় তাহলে খুবই সহজে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার জব কার্ড হয়েছে কিনা |এই কাজটি আপনি আপনার মোবাইল থেকেও করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেটা থেকেও করতে পারবেন |

জব কার্ডের স্ট্যাটাস চেক করার বা জব কার্ডের আবেদন এর স্থিতি জানার অফিশিয়ালি কোনো সিস্টেম নেই |কিন্তু আজকে আমি আপনাদেরকে এমনই একটা উপায় দেখাবো যেটার মাধ্যমে আপনারা অফিশিয়ালি চেক করতে পারবেন জব কার্ডের স্ট্যাটাস |আজ পর্যন্ত আপনারা কোন ইউটিউব ভিডিওতে বা কোন আর্টিকেলে জব কার্ডের স্ট্যাটাস চেকিং এর ভিডিও বা আর্টিকেল পাননি |


Job Card Status Check 2021


উপরে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথেই জব কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন | সেখানে প্রথমে আপনার সামনে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটি আপনি সঠিকভাবে ফিলাপ করবেন তারপর সাবমিট করবেন |সাবমিট করার সাথে সাথে আপনি জব কার্ডের অফিশিয়াল হোমপেজে পৌঁছে যাবেন |এরপর আপনাকে আপনার জেলা সিলেক্ট করে সাবমিট করতে হবে |সাবমিট করার সাথে সাথেই আপনার জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে |এরপর আপনার কাছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের লিস্ট নাম সহ চলে আসবে | এখানে যে নামগুলো আসছে এই নাম গুলোর সাথে সবার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে |অর্থাৎ আমরা স্ট্যাটাসটি এইভাবে চেক করছি যে যাদের যাদের জব কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করা আছে তাদের তাদের নামের লিস্ট এখানে আপনাদের সামনে শো হচ্ছে |তার মানে এটাই দাড়াচ্ছে যে আপনারা যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন তখন শুধুমাত্র আপনাদের আধার কার্ডের নাম্বার টি নোট করে নেয়া হয়েছিল | এর ফলে এখানে যদি আপনার নামটি শো হয় তার মানে বুঝে নেবেন যে আপনার জব কার্ড হয়ে গেছে |


16 comments: