Wednesday, February 3, 2021

ইলেকট্রিক বিল কিভাবে অনলাইন থেকে পেমেন্ট করবেন দেখুন || নিজের ইলেকট্রিক বিল নিজেই পেমেন্ট করুন অনলাইন থেকে |




আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে একটি বিল পেমেন্ট করবেন |আপনাদের মধ্যে সবার বাড়িতে ইলেকট্রিক বা বিদ্যুৎ কানেকশন রয়েছে  |এর ফলে আপনাদের সবাইকেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হয় |

যারা অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করা জানেন তারা অনলাইন থেকে পেমেন্ট করেন আর যারা পেমেন্ট করা জানেন না তারা বিভিন্ন দোকানে ইলেকট্রিক অফিসে গিয়ে সময় নষ্ট করে ইলেকট্রিক বিল জমা পড়ে আছে |


আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার ইলেকট্রিক বিল আপনি নিজে থেকে বাড়িতে বসে জমা করতে পারবে |এর জন্য আপনাকে আর ইলেকট্রিক অফিসে যাওয়ার দরকার নেই |এর ফলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে |অনলাইন থেকে রেজাল্ট বের করতে হলে আপনার কাছে একটা স্মার্টফোন অথবা কম্পিউটার থাকতে হবে |যদি আপনার কাছে স্মার্টফোন বা কম্পিউটার থাকে তাহলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন |


অনলাইন থেকে একটি বিল জমা করার জন্য প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গের ইলেকট্রিক বিল পেমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে ( www.wbsedcl.in ) প্রবেশ করতে হবে |সেখান থেকে পে অনলাইন অপশনে ক্লিক করতে হবে |এরপর আপনার কাছে পেমেন্টের অনেকগুলো অপশন আসবে এর মধ্যে থেকে কুইক পে অপশনটিতে ক্লিক করতে হবে  |আপনাদের সুবিধার জন্য নিচে উইক পেয়ে অপশনটির লিংক দেওয়া হল |



WBSEDCL Bill Payment


উপরের লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি বিল পেমেন্ট এর অপশন টি খুলে যাবে |এখানে আপনার কনজ্যুমার নাম্বার দিতে হবে  |কনজ্যুমার নাম্বার দিয়ে আপনি আপনার ইলেকট্রিক বিলে পেয়ে যাবে |কোয়ার্ক 16 কোটি দেখে দেখে লিখতে হবে এবং Proceed বাটনে ক্লিক করতে হবে |আপনার যত টাকা বিল হয়েছে সেই বিলের পরিমান দেখাবে |আপনি চাইলে সমস্ত বিল  একবারে সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন | বা  আলাদা আলাদা ভাবে পেমেন্ট করতে পারেন |


এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন তখন অবশ্যই ইউপিআই  ( UPI ) এর মাধ্যমে পেমেন্ট করবেন | ইউপিআই থেকে পেমেন্ট করলে আলাদা করে পেমেন্টের কোন চার্জ দিতে হয় না | ইউপিআই ছাড়া আপনি অন্যান্য মোডে পেমেন্ট করলে আপনাকে অবশ্যই পেমেন্ট এর চার্জ দিতে হবে |


পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনারা নিচের দেওয়া লিংক থেকে পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে পারবে |

Download Payment Receipt


0 comments: