Tuesday, January 12, 2021

অনলাইনে পাসপোর্ট এর জন্য কিভাবে আবেদন করবেন || How To Apply For Passport Online 2021

 অনলাইনে পাসপোর্ট এর জন্য কিভাবে আবেদন করবেন || How To Apply For Passport Online 2021




পাসপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা পরিচয় পত্র | এই পাসপোর্ট এর সাহায্যে আমরা ভারত বর্ষ থেকে পৃথিবীর যেকোন দেশে ভ্রমণ করতে পারি |বিদেশে ভ্রমণ করার জন্য পাসপোর্টটি হচ্ছে একমাত্র পরিচয় পত্র | সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের কোন মূল্য থাকে না |আজকে আমি আপনাদেরকে বলবো যে যাদের এখনও পর্যন্ত পাসপোর্ট হয়নি তারা কিভাবে পাসপোর্ট এর জন্য অনলাইনে থেকে আবেদন করবেন |


অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করতে হলে আপনার কাছে প্রথমে একটি পাসপোর্ট এর আইডি থাকতে হবে | এই পাসপোর্ট আবেদনের আইডিটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বানাতে পারবেন| যখনই আপনার পাসপোর্ট এর আইডি টি হয়ে যাবে তারপর আপনি সেই আইডিতে লগইন করে সেখান থেকে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন| একটা পাসপোর্ট এর আইডি থেকে 4 থেকে 5 জন ব্যক্তির পাসপোর্ট এর আবেদন করা যায়|


কিভাবে পাসপোর্ট এর আইডি বানাবেন ?
পাসপোর্ট এর আইডি বানানোর জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে |


Passport Seva Official Website

এরপর আপনার কাছে পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |এরপর সবার ওপরে নিউ ইউজার রেজিস্ট্রেশন এর ওপর ক্লিক করতে হবে |তারপর আপনার কাছে একটা রেজিস্ট্রেশন ফরম খুলে যাবে |এই রেজিস্ট্রেশন ফরমটি সঠিকভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে তাহলেই পাসপোর্ট পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড আপনার রেজিস্টার্ড ইমেইলে পাঠানো হবে |আইডি-পাসওয়ার্ড পাওয়ার পর প্রথমবার লগইন করার জন্য ইমেইল এবং মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন করতে হবে |সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি সফলভাবে পাসপোর্ট পোর্টালে লগইন করতে পারবেন |

কিভাবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন ?
কোন ব্যক্তির নতুন পাসপোর্ট আবেদন করতে হলে প্রথমেই আপনাকে নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পাসপোর্ট পোর্টালে লগইন করতে হবে |এরপর অ্যাপ্লাই ফর পাসপোর্টে ক্লিক করে যাবতীয় ডিটেলস ফিলাপ করে সাবমিট করতে হবে |শেষ পর্যায়ে আপনাকে অ্যাপোয়েন্টমেন্ট বুকিং এর ডেট সিলেক্ট করতে  হবে এবং পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম টি এবং পেমেন্ট রিসিভড ডাউনলোড করতে হবে |এরপর অ্যাপ্লিকেশন ফর্ম টি সহ প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসে গিয়ে জমা করতে হবে |সেখানেই আপনার যাবতীয় ভেরিফিকেশন করা হবে যেমন আপনার পাসপোর্ট সাইজ ফটো উঠানো হবে, ফিঙ্গার প্রিন্টের ছাপা হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে |


পাসপোর্ট অফিসে সমস্ত ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিট করার পর 10 থেকে 15 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার নিকটবর্তী থানা থেকে ডাক করা হবে |সেখানেও আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে |সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে পাসপোর্ট আপনার বাড়িতে স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠানো হবে |


0 comments: