Friday, December 4, 2020

নতুন জব কার্ডের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে, আবেদন ফরম ডাউনলোড করুন | স্বাস্থ্য সাথী কার্ড এর ফরম ডাউনলোড এবং স্ট্যাটাস চেক




 পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করেছেন নতুন একটি প্রকল্প দুয়ারের সরকার প্রকল্প |  এই প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি গ্রাম ও প্রত্যেক পৌর ক্যাম্প করা |  এই ক্যাম্প এর মাধ্যমে বিভিন্ন রকমের সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে|  দুয়ারের সরকার প্রকল্প টি শুরু হয়েছে 1 লা ডিসেম্বর থেকে এবং চলবে 31 জানুয়ারি পর্যন্ত  |পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকা তে নির্দিষ্ট ডেট রয়েছে |  সেই ডেটে আপনার পঞ্চায়েত বা পৌরসভা তে গিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন  |


সরকার প্রকল্পে নিম্নলিখিত পরিষেবাগুলি ক্যাম্প এর মাধ্যমে সাধারণ মানুষকে দেয়া হবে |


খাদ্য সাথী 

স্বাস্থ্য সাথী 

কৃষক বন্ধু 

জব কার্ড 

কন্যাশ্রী 

ঐক্যশ্রী 

রুপশ্রী 

শিক্ষাশ্রী

জয় জোহার 

কাস্ট সার্টিফিকেট 

তপশিলি বন্ধু 


কার্ড আবেদনের অফিশিয়াল নোটিশ এখান থেকে ডাউনলোড করুন 


পশ্চিমবঙ্গের কোন কোন গ্রাম পঞ্চায়েতে কবে কবে এই ক্যাম্প বসানো হবে তা জানার জন্য নিচের ডাউনলোড লিংক থেকে এখনই  সময়সূচী ডাউনলোড করুন |


এই প্রকল্পের মধ্যে অন্যতম হলো জব কার্ড|  যে সমস্ত পরিবারের এখনো পর্যন্ত জব কার্ড নেই |  তারা এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ রূপে নতুন ভাবে জব কার্ডের জন্য আবেদন করতে পারেন|  নতুন জব কার্ডের নাম তোলার পাশাপাশি যাদের পরিবারে অলরেডি জব কার্ড রয়েছে কিন্তু অন্য সদস্যদের নাম সেই জব কার্ডের নেই সেক্ষেত্রে আপনারা বাদ পড়া পরিবার সদস্যদের নাম জব কার্ডে তুলতে পারবেন  | 

জব কার্ড করার জন্য আপনাকে ফরম নম্বর 1 ফিলাপ করতে হবে  |বাদপড়া সদস্যদের নাম তোলার জন্য আপনাকে ফরম নম্বর 1 ফিলাপ করতে হবে  |এই দুই রকম ফরম ডাউনলোড লিংক নিচে দেওয়া হল |



কি কি ডকুমেন্টস লাগবে জব কার্ডের আবেদন করার জন্য ?
আবেদন করার জন্য নির্দিষ্ট ফরমে সাথে একটি পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্ট দিতে হবে |যেমন ভোটার কার্ড |


স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন


দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে আপনারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন  |

স্বাস্থ্য সাথী কার্ড এর অফিশিয়াল নোটিফিকেশন DOWNLOAD NOW

স্বাস্থ্য সাথী কার্ড এর ফরম  DOWNLOAD NOW


স্বাস্থ্য সাথী কার্ড এর স্ট্যাটাস চেক করুন Click Here



3 comments:

  1. ফ্রম এ একটা পিডিএফ দিবেন দয়াকরে সাস্থ্য সাথীর।

    ReplyDelete