Monday, August 3, 2020

CSC Aadhaar Center Registration Online Full Process

সমস্ত CSC VLE দের কে দেয়া হচ্ছে আধার সেন্টার | আপনার কাছে যদি একটি সি.এস.সি আইডি থাকে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন একটি আধার সেন্টার | ইতিমধ্যেই ভারতের বেশকিছু রাজ্যে সি.এস.সির মাধ্যমে আধার এর কাজ শুরু হয়েছে | তারা তাদের সি.এস.সি সেন্টার থেকে আধার কার্ডের কারেকশন এর কাজ করতে পারছে | ধীরে ধীরে সমস্ত রাজ্যের সিএসসির মাধ্যমে প্রতিটি CSC VLE আধার সেন্টার খুলতে পারবে এবং তাদের সেন্টার থেকে আধার কার্ডের কারেকশন এর কাজ করতে পারবে |
বর্তমানে আধার এর কাজ করার অধিকার আছে শুধুমাত্র ব্যাংক এবং পোস্ট অফিসের  | তাহলে এখানে আপনি প্রশ্ন করতেই পারেন যে সিএসসির VLE কিভাবে এই আঁধারের কাজ পাবে ? 
উত্তর খুবই সোজা, সেই সমস্ত CSC VLE  দের কে আধার কার্ডের কাজ করার সুযোগ দেয়া হবে যাদের কাছে ব্যাঙ্ক মিত্র সার্টিফিকেট আছে |  ব্যাঙ্ক মিত্র সার্টিফিকেট কিভাবে পাবেন ?  ব্যাঙ্ক মিত্র সার্টিফিকেট পাওয়ার জন্য সি.এস.সি পোটাল থেকে ব্যাংক মিত্র অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হয় এবং সেখানে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হয়, তারপর ব্যাঙ্ক মিত্র সার্টিফিকেট পাওয়া যায় |

কি কি ডকুমেন্ট লাগবে আধার সেন্টার খোলার জন্য ?
  • সি.এস.সি আইডি
  • ব্যাঙ্ক মিত্র বি সি কোড 
  • আধার অপারেটর সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • আধার কার্ড 
  • প্যান কার্ড 
  • সিএসসি সেন্টার এর ভেতরের এবং বাইরের ছবি 
  • ভালো মানের ল্যাপটপ 
  • ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস 
  • সিসিটিভি ক্যামেরা 
  • জিপিএস ডিভাইস 
  • আইরিস ডিভাইস 
  • আলাদা মনিটর
  • কালার প্রিন্টার
  • ইন্টারনেট কানেকশন
উপরে বর্ণিত সমস্ত জিনিস গুলো যদি আপনার কাছে এভেলেবেল থাকে তবেই আপনি আধার সেন্টার এর জন্য আবেদন করতে পারবেন |  উপরে দেওয়া জিনিস গুলো ছাড়াও আরো কিছু বাড়তি জিনিস দরকার সেই জিনিস গুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন |

উপরে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আধার সেন্টার এর জন্য আবেদন করতে হবে |  আবেদন করার পর আপনার ইমেইল আইডিতে 10 থেকে 15 দিনের মধ্যে একটা মেইল করা হবে এবং সেই মেলে আধার সেন্টার এর আইডি এবং পাসওয়ার্ড কিভাবে পাবেন তার একটা ফরম দেয়া হবে  | সেই ফরমটি কে পূরণ করতে হবে এবং সেই মেইল আইডিতে আবার ফরওয়ার্ড করতে হবে এরপর আপনার ক্রেডেনশিয়াল ইউ.সি.এল সফটওয়্যার এর আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে|

মনে রাখবেন CSC  মাধ্যমে যে আধার সেন্টার পাবেন সেই আধার সেন্টার থেকে শুধুমাত্র আধার কার্ডের ডেমোগ্রাফিক সংশোধনী করতে পারবেন |  নতুন আধার কার্ড এবং বায়োমেট্রিক সংশোধন করতে পারবেন না | 

3 comments: