Monday, August 10, 2020

৮ কোটির বেশি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭,১০০ কোটি ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ |  আর এই প্যাকেজের মধ্যে থেকে শুধুমাত্র কৃষকদের জন্য বরাদ্দ করা ছিল 70 হাজার কোটি টাকা | এই 70 হাজার কোটি টাকা কৃষকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | বিভিন্ন যোজনা এর মাধ্যমে কৃষকরা এই টাকা পাবেন আগামী দিনে | একটি উল্লেখযোগ্য যোজনা হলো "কৃষক সম্মান নিধি যোজনা" | গত রবিবার প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেন একটি ভিডিও কনফারেন্সে যে এই কৃষক সম্মান নিধি যোজনায় মোট 17 হাজার 100 কোটি টাকা হস্তান্তর করা হলো | এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হল | যে সমস্ত কৃষকরা "কৃষক সম্মান নিধি' যোজনায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তাদের একাউন্টে সরাসরি টাকা পাঠানো হলো | প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা শুরু করা হয়েছিল 2018 সালে |  এই যোজনায় তিনি ঘোষণা করেন কৃষকদেরকে 6 দফায় টাকা দেওয়ার কথা | 

জানা যাচ্ছে যে ভারতবর্ষের মোট  8.5 কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে  17  হাজার কোটি টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে | প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে প্রতিবছর হাজার টাকা করে সাহায্য হিসেবে দেওয়া হয় | বর্তমানে এই পরিস্থিতিতে কিছুদিন আগেই কৃষকদের একাউন্টে অল্প পরিমাণ কিছু টাকা দেওয়া হয়েছিল  | 2018 সালে তৈরি হওয়া এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষের 9.9 কটি কৃষকরা মোট 70 হাজার কোটি টাকার আর্থিক সাহায্য পাবেন | এছাড়াও কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 2লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | 


যারা এখনও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা খুবই তাড়াতাড়ি নিজেদের নাম নথিভুক্ত করে নিন |  আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে | 

কীভাবে বুঝবেন যে আপনার নামে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি টাকা ঢুকেছে ?

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি টাকা আপনার নামে ফাংশন হয়েছে কিনা বা আপনার একাউন্টে ঢুকেছে কিনা সেটা দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

Check Your Payment Of PM Kishan Samman Nidhi

এখানে ক্লিক করে এখনি চেক করে নিন আপনার নামে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এর টাকা ঢুকেছে কিনা |


1 comment: