Thursday, July 2, 2020

কিভাবে বুঝবেন আপনার হাতে থাকা ড্রাইভিং লাইসেন্স আসল না নকল ?

বর্তমানে যে পরিমাণে বাইকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে নতুন ড্রাইভিং লাইসেন্স করার সংখ্যা বেড়ে যাচ্ছে |  ঠিক এই অবস্থায় দেখা যাচ্ছে এক শ্রেণীর অসাধু দালাল সাধারণ মানুষকে ড্রাইভিং লাইসেন্স দেয়ার নামে বিভিন্ন রকম জালিয়াতি করছেন এবং সাধারণ মানুষ না বুঝে না জেনেই সেই সমস্ত দালালচক্রের পড়ছেন এবং তারা বুঝতে পারছেন না যে তাদের হাতে যে ড্রাইভিং লাইসেন্স টি রয়েছে সেটা আসল কিনা | একদিক থেকে যেমন অসাধু দালালরা সাধারণ মানুষকে অর্থনৈতিক দিক থেকে শোষণ করছে অপর দিক থেকে যে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সেটাও আবার ভুয়া লাইসেন্স | 
Title of the document
এটা শুধু আমার আপনার নয় বেশিরভাগ মানুষেরই সাধারণ সমস্যা  | এমন আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে বাট তিনি কখনো অনলাইনে চেক করে দেখেননি   তার হাতে যে লাইসেন্সটি আছে সেটা সত্যিই আসল কিনা | 

তাই আজকের আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনি কিভাবে অনলাইন থেকে চেক করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স আসল না নকল   এটা চেক করার জন্য বেশি কিছু লাগবে না শুধুমাত্র আপনার হাতে স্মার্টফোন থাকলেই হবে সেই স্মার্টফোন থেকে আপনি খুব সহজেই অনলাইন থেকে চেক করে নিতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস | 

আপনাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা এখনো ড্রাইভিং লাইসেন্স করেননি এবং ভাবছেন নতুন একটা ড্রাইভিং লাইসেন্স করার তাদের জন্য অনুরোধ আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স করবেন দেখে শুনে বুঝে করবেন এবং লাইসেন্স পাওয়ার পর সেটা অনলাইন থেকে চেক করে নেবেন তাহলে আপনাকে এই জাতীয় কোন সমস্যার মধ্যে পড়তে হবে না | 
এখানে ক্লিক করে এখনি চেক করে নিন আপনার ড্রাইভিং লাইসেন্স
 
 আপনি যদি কোন নকল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাত্রা করেন এবং সেটা যদি কোন ট্রাফিক পুলিশকে দেন যদি তিনি সেটি অনলাইনে চেক করেন তাহলে আপনি বড়োসড়ো বিপদের মধ্যে পড়তে পারেন  | বর্তমান যুগে ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল পদ্ধতিতে চেক করা হয় তাই আপনারা যাত্রা করার আগে ভালো করে আপনার ড্রাইভিং লাইসেন্স টি দেখে নিন যে সেটা সত্যিই আসল কিনা | 

0 comments: