Tuesday, July 7, 2020

জন ধন যোজনা একাউন্ট থাকলেই পেয়ে যেতে পারেন 5000 টাকা

প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট আমাদের প্রায় সবারই আছে |  কিন্তু আমরা অনেকেই জানি না যে এই প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় |  এই জন ধনযোজনার একাউন্ট বিভিন্ন সরকারি ভাতা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে | এই জন ধন একাউন্টে বিভিন্ন ভর্তুকি এর টাকা ঢোকে | যেদিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনধন যোজনা অ্যাকাউন্ট এর সূচনা করেন সেই দিন থেকে পরিবারের প্রতিটি সদস্যের নিজস্ব একাউন্ট হয়ে যায় | প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আর মাধ্যমে প্রতিটি মহিলা জনধন যোজনা একাউন্ট হোল্ডার কে 3 মাস পর্যন্ত প্রতি মাসে 500 টাকা করে দেয়া হয়েছে| এ রকমই বিভিন্ন সরকার প্রাপ্ত স্কিমের লাভ নেওয়ার জন্য আপনার কাছে একটি জনধন যোজনা একাউন্ট থাকা অত্যন্ত প্রয়োজনীয়| 

কি কি লাগে জনধন যোজনা একাউন্ট খুলতে:
  • আধার কার্ড 
  • প্যান কার্ড 
  • রেশন কার্ড
আপনার কাছে যদি প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট থাকে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন 5000 টাকার ওভারড্রাফট

আমাদের সবার কাছে জন ধন যোজনা একাউন্ট থাকলেও আমরা জানিনা যে এই অ্যাকাউন্ট থেকেও 5000 টাকা পর্যন্ত ওভারড্রাফট পাওয়া যায় | আপনার একাউন্টে যদি কোন টাকাও না থাকে তবুও আপনি 5000 টাকা পর্যন্ত আপনার একাউন্ট থেকে তুলতে পারবেন | এই ওভারড্রাফট এর সুবিধা নিতে হলে আপনার কাছে একটি জনধন যোজনা একাউন্ট থাকতে হবে|

কি কি ডকুমেন্টস লাগবে 5000 টাকার ওভারড্রাফট পাওয়ার জন্য
  • আধার কার্ড 
  • প্যান কার্ড 
  • রেশন কার্ড
  • ব্যাংক পাস বই 
  • পাসপোর্ট সাইজ ফটো
কারা কারা 5000 টাকার ওভারড্রাফট পাবেন
  • আপনার কাছে অবশ্যই একটি জন ধন যোজনার একাউন্ট থাকতে হবে | 
  • আপনার একাউন্টে লাস্ট 6 মাসে ভালো ট্রানজেকশন থাকতে হবে |
  • আপনার বয়স 18 থেকে 60 বছর পর্যন্ত হতে হবে |
  • আপনার কাছে যদি কৃষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না |
  • আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা অবশ্যই থাকতে হবে |
  • আপনার কাছে যদি এই জনধন যোজনা একাউন্ট ছাড়া অন্য কোন একাউন্ট থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না |
 
উপরে দেওয়া সমস্ত তথ্য যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি এই 5000 টাকার ওভারড্রাফট এর জন্য এপ্লাই করতে পারবেন |  এপ্লাই করার জন্য এই ফরমটি ডাউনলোড করুন এবং সঠিকভাবে পূরণ করে আপনার ব্রাঞ্চে জমা করুন|

0 comments: