Friday, April 24, 2020

স্নেহের পরশ প্রকল্প- রাজ্যের বাইরে থাকা শ্রমিকরা পাবেন 1000 হাজার টাকা || অনলাইনে আবেদন চলছে || How To Apply Sneher Paras Yojona WB ||


স্নেহের পরশ যোজনা:
লক ডাউন এর জন্য দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের অনেক মানুষই আটকে পড়েছেন  | অনেক মানুষ যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে লক ডাউন এর জন্য  তারা আর বাড়িতে আসতে পারেননি |  তাদের কথা ভেবেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার দারুন একটা যোজনা নিয়ে এসেছেন | এই যোজনার নাম হলস্নেহের পরশ’ যোজনা  | এই যোজনায় নাম  নথিভূক্ত করলেই আপনি 1000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন |


কারা কারা স্নেহের পরশ প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন :
  1. রাজ্যের সমস্ত শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গের বাইরে কর্মসূত্রে আছেন এবং লক ডাউন এর জন্য পশ্চিমবঙ্গে আসতে পারেননি | 24/03/2020 তারিখ থেকে যারা পশ্চিমবঙ্গের বাইরে কর্মসূত্রে আছেন |
  2. আপনাকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের শ্রমিক হতে হবে |
  3. রাজ্যের সমস্ত শ্রমিক যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন এবং লকডাউন এর কারণে রাজ্যে আসতে পারেননি শুধুমাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন |
  4. আবেদনকারী আবেদন করতে পারবেন তার আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমে |
  5. District Magistrate Commissioner, KMC আপনাকে ভেরিফাই করবে এবং তারা যদি আপনার দেওয়া তথ্য তে স্যাটিস্ফাইড হয় তবে আপনি এই যোজনা টাকা পাবেন |


কিভাবে অনলাইনে আবেদন করবেন : 
যেহেতু এখন লকডাউন চলছে তাই অফ লাইনের মাধ্যমে ডকুমেন্টস জমা করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা সম্ভব নয় |  তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন আবেদনকারীরা  | তাই এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে স্নেহের পরশ মোবাইল অ্যাপ্লিকেশন  ডাউনলোড করতে হবে | অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনার যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ফিলাপ করে সাবমিট করতে হবে |


মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড :
গুগল প্লে স্টোর থেকে স্নেহের পরশ অ্যাপ্লিকেশন টিকেট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন |

স্নেহের পরশ প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে :
  1. পাসপোর্ট সাইজ ফটো
  2.  ভোটার কার্ড
  3. আধার কার্ড
  4. রেশন  কার্ড
  5. আবেদনকারীর নিজস্ব Bank Account
  6. স্থানীয় আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মিয়ের ডিটেলস


কবে টাকা পাবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি একসেপ্ট হয়েছে :
আপনি যখন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার সময় আপনি যে লোকাল বা আপনার আত্মীয় ডিটেইলস দেবেন সেই লোকাল বা আত্মীয় কাছে গিয়ে District Magistrate Commissioner, KMC  আপনার সমস্ত ডিটেইলস ভেরিফাই করা হবে এবং দেখা হবে যে আপনি সত্যিই রাজ্যের বাইরে কর্মসূত্রে আছেন কিনা এবং লকডাউন এর জন্য বাড়িতে আসতে পারেননি |
এবং যখন দেখা হবে যে সত্যিই আপনি একজন কর্মসূত্রে শ্রমিক এবং কর্মসূত্রে রাজ্যের বাইরে আটকে পড়ে আছেন তখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেয়া হবে এবং 1000 টাকা আপনার একাউন্টে জমা করে দেয়া হবে | যখনই আপনার একাউন্টে টাকাটা জমা করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনি আপনার রেজিস্টার মোবাইলে একটা এসএমএস পেয়ে যাবেন |

আবেদনের শেষ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20 এপ্রিল থেকে এবং চলবে 3 মে পর্যন্ত




0 comments: