Friday, March 20, 2020

How To Ration Card Status Check New Way West Bengal || খাদ্য সুরক্ষার কার্ড এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন ||


বর্তমানে খাদ্য সুরক্ষা কার্ড ডিজিটাল রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম এই খাদ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে আমরা যেমন একদিকে বিভিন্ন রেশন মাল পেয়ে থাকি -যেমন চাল, ডাল, আটা, চিনি, কেরোসিন তেল ইত্যাদি ঠিক |  তেমনই অন্যদিকে এই খাদ্য সুরক্ষার কার্ড টিকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিচয় পত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি |  যেমন ধরুণ আপনি অনলাইনে প্যান কার্ড আবেদন করবেন সেক্ষেত্রে আপনি পরিচয় পত্র হিসেবে এই খাদ্য সুরক্ষার কার্ড ব্যবহার করতে পারেন অথবা আপনি আধার কার্ড করবেন আপনি এই খাদ্য সুরক্ষার কার্ড দিয়ে আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন এই রকম করে খাদ্য সুরক্ষার কার্ডের গুরুত্ব অনেক | 


যাদের কাছে এই খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে তারা এই সমস্ত পরিষেবাগুলি খুবই সহজেই পেয়ে যাচ্ছেন | কিন্তু যাদের কাছে এই খাদ্য সুরক্ষার কার্ড নেই তারা নতুন খাদ্য সুরক্ষা কার্ডের জন্য আবেদন করেছেন |  শুধু তাই নয় যাদের কাছে ইতিমধ্যেই খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে তাদের সেই খাদ্য সুরক্ষার কার্ড এর মধ্যে রয়েছে নানান ভুলত্রুটি | খাদ্য সুরক্ষার কার্ড এ রয়েছে নিজের নামের বানান ভুল | নিজের বাবার নামের ভুল  |এইরকম করে বেশিরভাগই খাদ্য সুরক্ষার কার্ড এ দেখা যাচ্ছে ভুল ত্রুটি রয়ে গেছে  | তাই এই ভুল ত্রুটি গুলো ঠিক করার জন্য অনেকেই আবার খাদ্য সুরক্ষা কার্ডের 5 নম্বর ফরম ফিলাপ করেছেন সংশোধনের  জন্য  |

সাধারণত এই সমস্ত সংশোধনের জন্য বা যারা নতুন আবেদনপত্র জমা দিয়েছেন তাদের হাতে নতুন কার্ড আসতে সময় লাগে দুই থেকে তিন মাস এবং বর্তমান সময়ে যারা যারা আবেদন পত্র জমা দিয়েছেন তাদের নতুন কার্ড বা সংশোধিত খাদ্য সুরক্ষার কার্ড ইন্ডিয়া পোস্ট এর মাধ্যমে প্রত্যেকটি আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এর ফলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়েছে |

আপনারা যখন নতুন কার্ডের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন বা সংশোধনের জন্য জমা দিয়েছেন তখন আপনাকে একটা একনলেজমেন্ট স্লিপ দেয়া হয়েছে এবং সেই স্লিপে নির্দিষ্ট কিছু নাম্বার আছে আপনারা সেই নাম্বার দিয়ে খুব সহজে অনলাইন থেকে আপনার কার্ডের বর্তমান স্থিতি আপনারা চেক করতে পারবেন | 
স্লিপের মাধ্যমে অনেকেই আছেন যারা খুব সহজে অনলাইন থেকে তাদের খাদ্য সুরক্ষা কার্ড এর স্থিতি টা চেক করতে পারেন |  কিন্তু এখানে একটা সাধারণ সমস্যা রয়ে গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে খাদ্য সরবরাহ দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট আছে , সেই ওয়েবসাইটে খাদ্য সুরক্ষা কার্ডের স্থিতি চেক করার লিংক টা সবসময় ঠিকঠাক কাজ করে না |  কখনও কখনও ওয়েবসাইট থেকেই লিঙ্কটা কেটে দেওয়া হয়  | বিভিন্ন মেনটেনেন্স এর কারণে |  এর ফলে সাধারণ মানুষকে খুবই হয়রানির মধ্যে পড়তে হয় |  কারণ তারা অনলাইন থেকে তাদের রেশন কার্ডের স্থিতি টি আর চেক করতে পারে না |  এবং তারা বুঝতে পারে না যে তাদের রেশন কার্ড বর্তমানে কোন অবস্থায় আছে |  এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে নতুন একটা পদ্ধতি শেখাবো |  ফলে যদি রেশন কার্ডের স্থিতি চেক করার লিংকটা নির্দিষ্ট ওয়েবসাইটের নাও থাকে তবুও আপনারা শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে আপনার রেশন কার্ডের বর্তমান স্থিতি সম্পর্কে আপনি জানতে পারবেন |


রেশন কার্ডের বর্তমান স্থিতি জানতে এই নাম্বারে ফোন করুন
18003455505 (TOLL FREE)


Ration card Status chek: 👉👉👉 click here

Ration Card Details Chek 👉👉👉 click here

10 comments: