Tuesday, March 17, 2020

অনলাইনে BPL তালিকা ডাউনলোড

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই |  আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ অনলাইন থেকে বিপিএল তালিকা বা বিপিএল লিস্ট ডাউনলোড করবেন এইযে বিপিএল তালিকা এবং বিপিএল লিস্ট এটা আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন |  এই BPL (LIST) তালিকার জন্য আমাদেরকে এখানে ওখানে ছুটে বেড়াতে হয় | বিভিন্ন জেরক্সের দোকানে যেতে হয় |  সেখানে গিয়ে আমাদেরকে আমাদের বিপিএল তালিকা টি কে খুঁজে বের করতে হয় |  এমন অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যখন আমরা অনেক খোঁজাখুঁজির পরও BPL ( LIST)  তালিকা টি খুজে পায়না | আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যদি BPL তালিকার প্রয়োজন হয় তাহলে আপনাকে আর অন্য কোথাও ছুটে বেড়াতে করতে হবে না  | আপনার কাছে একটা মোবাইল ফোন বা কম্পিউটার থাকলে আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার BPL তালিকা টি আপনি ডাউনলোড করতে পারবেন |  শুধু আপনারই নয় আপনি পশ্চিমবঙ্গের যে কোন গ্রামের যে কোন পঞ্চায়েতের আন্ডারে সমস্ত BPL  তালিকা লিস্ট আপনি দেখতে পারবেন এবং ডাউনলোড করে আপনার মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন | আপনারা এই BPL তালিকা থেকে আপনি আপনার  BPL নাম্বার পেয়ে যাবেন | কার কার নামে BPL  রয়েছে তাদের নাম পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনার BPL তালিকার স্কোর  দেখতে পাবেন |

BPL তালিকা ডাউনলোড কিভাবে করবেন ?
BPL  তালিকা ডাউনলোড করতে পারবেন আপনারা সম্পূর্ণ অনলাইন থেকে এর জন্য আপনার কাছে একটা কম্পিউটার বা মোবাইল থাকলেই হবে কম্পিউটার বা মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা এই বিপিএল তালিকা টি ডাউনলোড করতে পারবেন |  এখানে ক্লিক করে অনলাইন থেকে বিপিএল তালিকা টি ডাউনলোড করুন |

বিপিএল তালিকা বিপিএল লিস্ট ডাউনলোড করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপনাকে প্রথমে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর নিচের ছবির মত নতুন একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে এই ওয়েবসাইটে আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং দেওয়ার পর সাবমিট করলেই আপনার সামনে আপনার এলাকার বিপিএল লিস্ট খুলে যাবে |  আপনাদের কাছে যদি একটা কম্পিউটার থাকে তাহলে যে জায়গায় আপনার নাম থাকবে সেই পেজটাকে আপনারা আপনাদের কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন এবং পরে প্রয়োজন হলে সেই পেজটার প্রিন্ট আউট নিয়ে আপনার কাজ আপনি করতে পারবেন | 
উপরের দেখানো ছবির মত ওয়েব সাইটে আসার পর সেখানে আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর সাবমিট করলেই আপনার কাছে পুরো বিপিএল লিস্ট চলে আসবে এবং সেই বিপিএল লিস্টের ওপর যেকোনো বিপিএল নাম্বার এ ক্লিক করলে নিচের ছবির মত আপনার পুরো তথ্য চলে আসবে |
BPL List Application Download : Click Here

8 comments: