Saturday, March 28, 2020

করোনা ভাইরাসের নাম করে নতুন ধরনের প্রতারণার ফাঁদ, এক নিমিষেই খালি হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট | নিজে সাবধান থাকুন ,অপরকে সাবধান রাখুন |



একদিকে দেশজুড়ে যেমন  COVID-19 কিভাবে প্রতিরোধ করা যায় সেদিকে মানুষ ছুটছে  | অন্যদিকে এই করোনা ভাইরাস এর বিভিন্ন খবরকে নিয়ে মানুষকে প্রতারণার করা করার চেষ্টা চালাচ্ছে একদল অসাধু মানুষ | নতুন ধরনের একটি প্রতারণার জাল তৈরি করে বিভিন্ন সামাজিক গণমাধ্যম গুলিতে ছড়িয়ে দেয়া হচ্ছে একটি গুজব এবং সেখান থেকেই সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন |

বর্তমানে আমরা যারা সাধারন শ্রেণীর মানুষ তারা সবসময় হোয়াটসঅ্যাপ, ইউটিউব , ফেসবুক ইত্যাদি ব্যবহার করে থাকি |  এই সমস্ত সোশ্যাল মাধ্যমগুলি ছাড়া ইন্টারনেটে যে আর কত কিছু হয়ে থাকে সে সমস্ত কিন্তু এই শ্রেণীর মানুষরা জানে না এবং হ্যাকারদের প্রধান টার্গেট হলো এই সমস্ত মানুষ গুলোই |



বর্তমানে ভারতবর্ষ যে পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিটি দিন অতিবাহিত করছে |  ঠিক তখনই এক শ্রেণীর অসাধু মানুষ COVID -19  ভাইরাসের সচেতন মূলক খবরটিকে কাজে লাগিয়ে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করতে ব্যস্ত হয়ে পড়েছে |  আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন এবং সেই গ্রুপে আপনারা বিভিন্ন রকম মেসেজ দেখে থাকেন |  কখনো কখনো এইরকম ম্যাসেজ থাকে যে -ভারতবর্ষে দিনের-পর-দিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনি যদি আপনার পরিবারের সঙ্গে সুস্থ থাকতে চান- তাহলে  নিচের লিংকে ক্লিক করুন এবং সেখান থেকে জেনে নিন যে আপনি আপনার পরিবার সহ কিভাবে সুস্থ থাকবেন |

কৌতূহলবশত আপনারা যখন  এই লিংকে ক্লিক করবেন - আপনার অজান্তেই আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটারে একটা সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে এবং এই সফটওয়্যার সম্পর্কে আপনারা জানতে পারবেন না কারণ সেই সফটওয়ারের লোগো আপনার ফোনের ডিসপ্লেতে শো করবেনা | লোগোটি লুকিয়ে রাখা হয় |  এর ফলে সেই সফটওয়্যার আপনি এখন কি করছেন অর্থাৎ আপনার ফোনের যাবতীয় কন্ট্রোল  নিয়ে নেয়  এবং হ্যাকাররা এই সফটওয়্যারটি কে কাজে লাগিয়ে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন, যাবতীয় পাসওয়ার্ড, যাবতীয় ওটিপি নিমেষেই দেখতে পায় এবং কন্ট্রোল করতে পারে  | 
এর ফলে বুঝতেই পারছেন আপনি যদি আপনার সেই ফোন থেকে আপনার ব্যাংকের কোন কাজ করে থাকেন তাহলে নিমেষের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট টি খালি হতে আর সময় লাগবে না |

তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি করোনার সচেতনমূলক যে কোন এসএমএস আসুক না কেন আপনারা সেটা পড়বেন কিন্তু সেখানে কোন লিংক থাকলে সে লিংকে দয়া করে ক্লিক করবেন না |

0 comments: