Sunday, February 9, 2020

How To Apply For Cast Certificate (OBC/ST/SC) In West Bengal In 2020 New Website

আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কাস্ট সার্টিফিকেট এর জন্য আপনাদেরকে সম্পূর্ণরূপে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে এবং ফরম ফিলাপ করার পর ফরমটি প্রিন্ট আউট করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দিতে হবে কার সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট এবং এস টি সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন | এবং আবেদন করার পর আপনারা আপনাদের আবেদনের স্থিতি মোবাইলের অ্যাপস এর মাধ্যমে চেক করতে পারবেন |
কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন: বর্তমানে 2020 সালে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট খোলা হয়েছে |  এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ওবিসি এসসি এসটি সার্টিফিকেটের  জন্য আবেদন করতে পারবেন |
Website For Apply Cast Certificate: http://castcertificatewb.gov.in/

আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে :
অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট কে দুই ভাগে ভাগ করা হয়েছে |
i)   ওবিসি কাস্ট সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
ii)  এস সি, এস টি সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

ওবিসি কাস্ট সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
1. মাধ্যমিক পাশের মারসিট অথবা এডমিট কার্ড অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
2. আবেদনকারীর আধার কার্ড অথবা আবেদনকারীর বাবার আধার কার্ড
3. আবেদনকারী রেশন কার্ড অথবা ভোটার কার্ড
4. আবেদনকারীর জন্ম সার্টিফিকেট
5. তিন কপি সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজ ফটো
6. আবেদনকারীর বাবার ভোটার কার্ড এবং আবেদনকারীর বাবার রেশন কার্ড
7. আবেদনকারীর অথবা আবেদনকারীর বাবার যে কোন একটা ডকুমেন্ট যেটাতে নির্দেশ করে যে তারা 1993 সালের আগে থেকেই ভারতবর্ষে বসবাস করছে
8. আবেদনকারীর বংশের রক্তের সম্পর্ক আছে এমন কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কার সার্টিফিকেট এর জেরক্স কপি ( এই কার সার্টিফিকেট এর জেরক্স কপি দিলে আপনাকে একটা সাদা কাগজে চারটের আকারে বুঝিয়ে দিতে হবে যে আবেদনকারীর সঙ্গে সেই ব্যক্তির কি সম্পর্ক )
9.আবেদনকারীর একটি বাৎসরিক আয়ের সার্টিফিকেট গ্রাম প্রধানের কাছ থেকে নিতে হবে অথবা যদি হন তাহলে লোকাল কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে
10. গত তিন বছরের ইনকাম ট্যাক্স দেয়ার রিটার্ন ফাইল
11. যদি আবেদনকারী কোন গভমেন্টের চাকরি করে থাকে সে ক্ষেত্রে তাকে যথাযথ প্রমাণ পত্র দিতে হবে.

এস সি, এস টি সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

এস সি এবং এস সি সার্টিফিকেটের জন্য আবেদনকারীকে উপরোক্ত দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলো দিতে হবে 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত |


কিভাবে আবেদন করবেন:
প্রথমে উপরের দেওয়া ওয়েবসাইট এ ক্লিক করে ওয়েবসাইটটিকে খুলতে হবে এবং সেখান থেকে Apply For SC/ST/OBC Certificate ক্লিক করতে হবে |এরপর নতুন একটা পেজ খুলে যাবে সেখানে আপনার নাম এবং সঠিক মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি এর উপর ক্লিক করতে হবে |


এরপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে | OTP নির্দিষ্ট জায়গায় বসিয়ে NEXT বাটনে ক্লিক করতে হবে |

42 comments:

  1. Sir kothay ki documents upload korbi aktu bolleay Valo hoto.

    ReplyDelete
  2. Jodi kauri dolil na thake tahole ki kora jabe apply

    ReplyDelete
    Replies
    1. Jodi kauri dolil na thake tahole ki kara jabe

      Delete
  3. আমার জন্ম সাল ১৯৭৬ মাস ৩ তারিখ ৩, কিন্তু আমার জন্মের শংসাপত্র নাই, আমাদের দেশের বাড়ির দাদুর নামের দলিল(ইংরেজ কালের)আছে তাতে আমাদের সাবকাস্ট উল্লেখ আছে,আমার বাবা গত হয়েছেন ও তিনি পঃবঃ রাজ্যকর্মচারী ছিলেন।
    জন্মের শংসাপত্র টি নিয়ে চিন্তিত আছি, কি করবো জানালে বাধিত থাকবো
    ধন্যবাদান্ত
    জয় তরফদার

    ReplyDelete
  4. AMAR Mrs OBC certificate er janno ki ki darkar? aktu janale vlo hoy

    ReplyDelete
  5. আমি জেনারেল কাস্ট আমার কোনো ওবিসি সার্টিফিকেট নাই আমি কি ওবিসি সার্টিফিকেট করতে পারবো? আমার বংশে কারো ওবিসি সার্টিফিকেট নাই. কি করবো

    ReplyDelete
    Replies
    1. আমাদের বংশের কারর কাস্ট সার্টিফিকেট নেই
      ষষ্ঠ শ্রেণি স্কুল সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট নেই আমার বাবার মৃত্যু বাবার মৃত্যু সার্টিফিকেট নেই মা আছেন মায়ের জন্ম সার্টিফিকেট নেই এছাড়া আমার আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে ড্রাইভারি লাইসেন্স আমি কি কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারি অনুগ্রহ করে আপনার মতলব পাঠাবে

      Delete
    2. আমি সব ডকমেন্ট রেড়ি আছে কিন্তু কারোর ওবিসি কাড নেই তাই আমি কোথায় জমা দিতে হবে স্যার বলেন দেবগ্ৰাম কিষ্ণনগর স্যার বলেন দেন

      Delete
  6. আমার ফেমিলির কারো কাস্ট সার্টিফিকেট নেই। আমাকে কী করতে হবে??

    ReplyDelete
  7. আমাদের বংশের কারো কাস্ট সার্টিফিটিকেট নেই,আমি কী আবেদন করতে পারব?।দয়া করে জানাবেন স্যার,খুবই চিন্তায় আছি।

    ReplyDelete
    Replies
    1. হুম পারবেন।

      Delete
    2. আমার বংশে কারো নেই আমি কীভাবেapply করব ?কারোও জানা থাকলে please জানাবেন

      Delete
  8. আমাদের বংশের কারো কাস্ট সার্টিফিটিকেট নেই,আমি কী আবেদন করতে পারব?।দয়া করে জানাবেন স্যার,খুবই চিন্তায় আছি।

    ReplyDelete
  9. Ami amar cast certificate er digital number pachhi na

    ReplyDelete
  10. Ami ekta certificate baniye6ilm 3 bochor ageh Tobe Ami seti office thke r received kori ni.ebar Kotha ho66e Ami ki abr notun kore application Korte parbo

    ReplyDelete
  11. Dada aii website ta to open aii ho6e na ekhon

    ReplyDelete
  12. Amar SC certificate ache.Meyer SC certificate apply karar samay ki bangsa talika ki banate hobe?
    Jodi Hoy tahole amar babar theke dekhale hobe?

    ReplyDelete
  13. AMR bongser karoro obc nai sir to ki krbo ami

    ReplyDelete
    Replies
    1. AMR dob certificate banate hbe to ki kre banabo

      Delete
  14. Tar jonnno ki court jete hbe naki

    ReplyDelete
  15. Sir sonar what's app NBR dile Khun vlo Hoi,..

    ReplyDelete
  16. I have completed on line OBC form but where I have to submit it?

    ReplyDelete
  17. Sir Amar sc certificate banabo from fill up hoye gache kintu বংশের কারুর বলতে জেঠুর কাস্ট sertificate আছে আর টা রেজিষ্টেশন করা নেই amr sc card hobe?
    Plz জানাবেন সেই দয়া করে

    ReplyDelete
  18. আমি জেনারেল কাস্ট আমার কোনো ওবিসি সার্টিফিকেট নাই আমি কি ওবিসি সার্টিফিকেট করতে পারবো? আমার বংশে কারো ওবিসি সার্টিফিকেট নাই. কি করবো

    ReplyDelete
  19. আমার মায়ের কাস্ট certificate করবো...কিন্তু আমার মায়ের রক্ত সম্পর্কের কাও কাস্ট certificate নেই,তাহলে আমি কিভাবে মায়ের কাস্ট certificate করবো..?

    ReplyDelete
  20. বংশের কারোর sc না থাকলে নাকি 1950 সালের আগের কাগজ লাগে , সত্যি

    ReplyDelete
  21. কোথায় কোথায় সেই লাগে একটূ বলবেন

    ReplyDelete
  22. আমার যে application number ভুলে গেছি কি করলে সেই application number টি পাবো একটু বলে দিলে ভালো হয়

    ReplyDelete
    Replies
    1. Ami amer application number ভুলে গিয়েছে আমাকে বলেন আমি কি করে পাবো

      Delete
  23. দাদা আমি জন্ম জেলা থেকে কাস্ট সার্টিফিকেট বের করেছি। বর্তমানে আমি অন্য একটি জেলায় থাকি। বাকি সব ডকুমেন্টের ঠিকানা এখন বর্তমান জেলায় রয়েছে। কিন্তু কাস্ট সার্টিফিকেটের ঠিকানা পুরোনো জেলায় রয়ে গেছে। এটাতে কি কোনো সমস্যা হবে? কাস্ট সার্টিফিকেটের ঠিকানা কিভাবে পরিবর্তন করবো?

    ReplyDelete