Wednesday, February 5, 2020

How To Link Mobile Number With Aadhaar Card Online 2020

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনাদের আধার কার্ডের সাথে যদি কোন মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলে আপনারা সেই মোবাইল নাম্বার কে কিভাবে আপনাদের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করবেন  | এবং এই কাজটি আপনারা সম্পূর্ণরূপে অনলাইন থেকে করতে পারবেন |  তবে অনলাইনে আবেদন করার পর আপনাকে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার জন্য যেকোন নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার ডকুমেন্টগুলো জমা দিতে হবে |


একটা সময় ছিল যখন আমরা আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার খুবই সহজ এই লিঙ্ক করতে পারতাম | কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় | বর্তমানে আধার কার্ড সংশোধন এবং মোবাইল নাম্বার ও ইমেইল আইডি সংযুক্তিকরণ নিয়ে অনেক রকমের পরিবর্তন হয়ে গিয়েছে |  অনেকদিন আগে এই সমস্ত কাজ গুলোই খুব সহজে অনলাইন থেকে করে নেয়া যেত |  কিন্তু এখন এই সমস্ত কাজ গুলো আর অনলাইন থেকে করা সম্ভব নয়  | শুধুমাত্র বর্তমানে অনলাইনে আপনি আপনার ঠিকানাটা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন তাছাড়া অন্য কোন তথ্য আপনার আধার কার্ডের অনলাইনে সংশোধন করতে পারবেন না  | এবং আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট ইত্যাদি করতে পারতাম | কিন্তু এখন আর এই কাজগুলো CSC  থেকে করা যায়না | CSC থেকে যত সমস্ত আধারের আইডি ছিল সমস্ত আইডি ডিএকটিভেট করে দেয়া হয়েছে এবং আধার এর কাজ নতুন এবং কারেকশন এই সমস্ত কাজ গুলি এখন আর কোনো প্রাইভেট সেক্টরে নেই | 

বর্তমানে শুধুমাত্র অনলাইন থেকে এড্রেস বা ঠিকানা পরিবর্তন এবং সংশোধন করার অপশন আছে তাও আবার যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবে আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডের ঠিকানা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন |

অনলাইন থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে অনলাইনে সমস্ত প্রসেস করতে হবে | শুধুমাত্র আপনাকে অফলাইনে যেকোনো আধার সেন্টারে গিয়ে আপনি অনলাইন থেকে Appointment বুক করবেন সেটা ভেরিফাই করালেই আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে |
অনলাইন থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিঙ্ক করার জন্য এই ওয়েবসাইট টি খুলুন : Click here to update mobile online

অনলাইন থেকে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক করা না থাকলেও হবে |অনলাইনের মাধ্যমে মোবাইল এবং ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করনের জন্য প্রথমেই আপনাকে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে  | অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক টি উপরে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই আপনার ডাইরেক্ট পেজে চলে যাবেন |  এবং সেখানে আপনি যে নাম্বারটি অ্যাড করতে চান সেই নাম্বারটি দিয়ে প্রথমে লগইন করতে হবে |  এই ওয়েবসাইটে আসার পর আপনাকে আপনি যে নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে চান সেই নাম্বারটি এন্টার করতে হবে |  এবং সাবমিট করার সাথে সাথেই আপনার মোবাইল ফোনে একটা ওটিপি পাঠানো হবে |  সেই ওটিপি টা ঠিকঠাক ভেরিফাই করার পর পরবর্তীতে যে আপনাকে আপনার যাবতীয় পার্সোনাল তথ্য দিয়ে ফিলাপ করে ফাইনাল সাবমিট করতে হবে|  এবং লগইন করার পর আবার আপনাকে আরেকবার যে নাম্বারটি আপনি এড করবেন সেই নাম্বারটি সেখানে ভেরিফাই করতে হবে | ভেরিফাই করার জন্য আপনার নাম্বারে আবার আর একটা ওটিপি আসবে  | 

Step By Step Mobile no Add In AAdhaar

প্রথমে আপনাকে এখানে ক্লিক করে নিচের দেওয়া ওয়েবসাইটটি ওপেন করতে হবে | 

ওয়েবসাইটটি খোলার পর আপনি যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে চান সে নাম্বারটি দিয়ে ক্যাপচা কোড টি দেখে দেখে এন্টার করতে হবে  | এবং সেন্ড এরপর ক্লিক করতে হবে |  তাহলে আপনার এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে |  সে ওটিপি টা নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করতে হবে | 

0 comments: