Wednesday, January 14, 2026

আপনার নামেও কি এসেছে SIR নোটিশ? আজই না জানলে বিপদ!

 

আজকাল চারদিকে এক অদ্ভুত উৎকণ্ঠার পরিবেশ। প্রতিদিন BDO ও SDO অফিসের সামনে মানুষের ভিড়, হাতে নথির ফাইল, চোখে দুশ্চিন্তার ছাপ। কারণ একটাই — শুরু হয়েছে SIR (Special Intensive Revision), অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া। ইতিমধ্যেই বহু মানুষের নামে নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন কারণে — ভুল তথ্য, সন্দেহজনক এন্ট্রি, ডুপ্লিকেট নাম কিংবা পরিচয় যাচাই সংক্রান্ত বিষয়ে। নোটিশ হাতে পেয়েই মানুষ ছুটছে শুনানিতে অংশ নিতে, নিজেদের পরিচয় ও অধিকার রক্ষা করতে।

কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন — আপনি কি নিশ্চিত, আপনার নামে বা আপনার পরিবারের কারও নামে কোনো SIR নোটিশ আসেনি? সাধারণত BLO অফিস থেকে এই নোটিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে সব সময় কি তা ঠিকমতো হয়? কখনো ঠিকানা বিভ্রাট, কখনো বাড়িতে কেউ না থাকা, আবার কখনো মানবিক ভুলে নোটিশ পৌঁছায় না। অথচ নোটিশ হাতে না পেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানিতে হাজির না হলে ভবিষ্যতে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হতে পারে। ভোটার কার্ড বাতিল হওয়া, সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়া, এমনকি পরিচয় সংক্রান্ত আইনি জটিলতাও তৈরি হতে পারে।

এই পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ পথ হলো নিজের দায়িত্ব নিজেই নেওয়া। এখন আর শুধু অন্যের উপর নির্ভর করে নিশ্চিন্ত থাকার সময় নেই। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে সহজেই জানা সম্ভব — আপনার নামে বা আপনার পরিবারের কারও নামে SIR (Special Intensive Revision) নোটিশ জারি হয়েছে কি না। মাত্র কয়েক মিনিটের এই চেক ভবিষ্যতের বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। আজ একটু অবহেলা কাল বড় আফসোসে পরিণত হতে পারে।

তাই শেষ প্রশ্ন একটাই — যদি সত্যিই আপনার নামে নোটিশ এসে থাকে, আর আপনি জানতেই না পারেন? সেই ঝুঁকি কি নেওয়া উচিত? দেরি না করে আজই একবার যাচাই করে নিন। কারণ বিপদ কখনো আগাম সতর্কবার্তা দিয়ে আসে না, কিন্তু বাঁচার সুযোগ থাকে সচেতনদের জন্যই।


Check SIR Notice Online Click Here 

Video Tutorial 

0 comments: