Sunday, January 24, 2021

অনলাইন থেকে কিভাবে ই- রেশন কার্ড ডাউনলোড করবেন ? How To E-Ration Card Download Online

 



অনলাইন থেকে কিভাবে ই- রেশন কার্ড ডাউনলোড করবেন ?


আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইন থেকে কিভাবে ই- রেশন কার্ড ডাউনলোড করবেন | ই- রেশন কার্ড ডাউনলোড করার পাশাপাশি এই রেশন কার্ডের কি কি কাজ রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে সেটাও আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো | আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যেই রেশন কার্ড ডাউনলোড করতে পেরেছেন আবার অনেকেই রয়েছেন এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারেননি |যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারেননি তারা কেন পারেন নি ?  এবং যারা ডাউনলোড করতে পারছেন তারা কেন পারছেন ? এ-বিষয়ে আজকের এই আর্টিকেলের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে |


রেশন কার্ড সংক্রান্ত বিশেষ কিছু নির্দেশাবলী 

1. এই ই-রেশন কার্ড পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর এর দেওয়া একটা প্রিন্টেড কপি |এই ই-রেশন কার্ড এবং অরিজিনাল ডিজিটাল রেশন কার্ডের বৈধতা সমান |
2. আপনার গ্রামের নির্দিষ্ট ন্যায্য মূল্যের রেশন দোকানে রেশন দ্রব্য এর পাশাপাশি কেরোসিন নেওয়ার জন্য আপনারা এই ই- রেশন কার্ডটি ব্যবহার করতে পারবেন |
3. গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠানো এই ই-  রেশন কার্ডের সফট কপি অরিজিনাল রেশন কার্ডের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হবে | এবং ন্যায্য মূল্যের রেশন দোকান গুলি তাকে নির্দিষ্ট রেশন দ্রব্য দিতে বাধ্য থাকবে |
4. রেশন কার্ড পশ্চিমবঙ্গের অফিশিয়াল খাদ্য সরবরাহ দপ্তর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে | 
5. রেশন দ্রব্য নেওয়ার সময় গ্রাহকের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয় সেই ওটিপি টা রেশন ডিলার কে দিয়ে নির্দিষ্ট দ্রব্যের মাল গ্রাহক নিতে পারবেন |

মোট কথায় বলতে গেলে এই ই- রেশন কার্ডের গুরুত্ব অপরিহার্য |কারণ আমাদের ডিজিটাল রেশন কার্ড দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য প্রতিনিয়ত কার্ডের তথ্যগুলি এবং বারকোড গুলি মুছে যেতে থাকে | একটা সময় দেখা যায় পুরো ডিজিটাল রেশন কার্ডটি সাদা হয়ে যায় |এমন অবস্থায় রেশন দ্রব্য পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে |আপনার কাছে যদি এই ই- রেশন কার্ড থাকে তাহলে অরিজিনাল রেশন কার্ড দিকে বারবার রেশন দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না | ই- রেশন কার্ডের দৌলতেই আপনি সমস্ত রেশন মাল পেয়ে যাবেন |


কিভাবে ডাউনলোড করবেন এ ই- রেশন কার্ড ?

রেশন কার্ড শুধুমাত্র তারাই ডাউনলোড করতে পারবেন যারা অনলাইন থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন |যে সমস্ত ব্যক্তি ডিজিটাল রেশন কার্ড অনলাইনের মাধ্যমে আবেদন করেননি অর্থাৎ যারা অফলাইনে এর মাধ্যমে ফুড সাপ্লাই অফিসে বা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে রেশন কার্ড পেয়েছেন তারা বর্তমানে এই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না |যদি আপনি অনলাইনের মাধ্যমে আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার ও লিংক করে থাকেন তবুও আপনি অনলাইন থেকে এই ই- রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না |মোটকথা যারা শুধুমাত্র অনলাইন থেকে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন |


                          এখানে ক্লিক করে ই- রেশন কার্ড ডাউনলোড করুন 


2 comments: