Wednesday, November 25, 2020

ডিজিটাল খাদ্য সুরক্ষা কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কিভাবে নতুন আরেকটি কার্ডের জন্য আবেদন করবেন |


 

ডিজিটাল রেশন কার্ড বর্তমানে আমাদের সকলের কাছে রয়েছে |  এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে বর্তমান রাজ্য সরকার আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেশন মাল দিচ্ছেন |এই অবস্থায় সমাজের গরিব শ্রেণীর লোকেরা ভীষণ ভাবে উপকৃত হচ্ছেন এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে পাওয়া ফ্রিতে রেশন দ্রব্য|

ডিজিটাল রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে আপনারা যেমন একদিকে ফ্রিতে বিনামূল্যে সম্মান পাচ্ছেন অপরদিকে আপনারা এই  খাদ্য সুরক্ষা কার্ড থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবেও কাজে লাগাতে পারছেন  |বর্তমানে নতুন খাদ্য সুরক্ষা কার্ড আপনারা অনলাইন বা অফলাইনে দুই ক্ষেত্রেই আবেদন করতে পারবেন  | তবে এই খাদ্য সুরক্ষা কার্ড যদি আপনারা সংশোধন করতে চান তাহলে শুধুমাত্র অফলাইনেই সংশোধনের কাজ করতে পারবেন অনলাইনে এখনো সংশোধনের কাজ শুরু হয়নি  |এই খাদ্য সুরক্ষার কার্ড আমাদেরকে মাসে দুইবার করে আমাদের রেশন ডিলারের দোকানে নিয়ে যেতে হয়  | সেই রেশন কার্ডটি সেখানে স্ক্যান করা হয় স্ক্যান করার পর আমাদেরকে বিনামূল্যে রেশন দ্রব্য দেওয়া হয়  |এর ফলে দেখা যায় বেশি ব্যবহার করার জন্য এই খাদ্য সুরক্ষা কার্ডের ওপর কার নাম্বার গুলো বিভিন্ন কারণে মুছে যায়  |কার্ডের নাম্বার যদি মুছে যায় সেক্ষেত্রে মেশিনে স্ক্যান হয়না  |যদি আপনার কার্ডটি মেশিনে স্ক্যান করা না যায় তাহলে আপনারা ফ্রিতে রেশন দ্রব্য পাওয়া থেকে বঞ্চিত হন  |এই অবস্থায় আপনার দরকার আরেকটি নতুন খাদ্য সুরক্ষা কার্ড  |শুধু তাই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের এই ডিজিটাল খাদ্য সুরক্ষার কার্ড হারিয়ে যায় বা অনেকের কার্ড নষ্ট হয়ে যায়  | এক্ষেত্রেও একটা নতুন খাদ্য সুরক্ষার কার্ড এর প্রয়োজন হয়  | তাই আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে যদি আপনার ডিজিটাল খাদ্য সুরক্ষার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে আপনারা কিভাবে নতুন আরেকটি খাদ্য সুরক্ষার কার্ড এর জন্য আবেদন করবেন  |হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া খাদ্য সুরক্ষা কার্ডের আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অফলাইনেই করা যায় অনলাইনে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি |হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কার্ড এর পরিবর্তে নতুন আরেকটি কার্ড পাওয়ার জন্য আপনাকে অফলাইনে  IX-R বা IX-U এই ফরমটি ফিলাপ করতে হবে |  IX-R এই ফরমটি গ্রামের জন্য এবং এই  IX-U ফরমটি শহর এলাকার জন্য |উভয় ফর্ম এর ডাউনলোড লিংক নিচে দেয়া হল  |



উপরে দেওয়া ডাউনলোড লিংক থেকে নির্দিষ্ট ফরম টি ডাউনলোড করুন এবং যথাযথ ভাবে ফরমটি ফিলাপ করে আপনার নিকটবর্তী ফুড সাপ্লাই অফিসের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করুন |


কি কি ডকুমেন্টস লাগবে ?

যদি আপনার কার্ডটি কোন কারণে নষ্ট হয়ে যায় বা কার্ডের নাম্বার গুলো মুছে যায় সেক্ষেত্রে আপনার পুরাতন কার্ডের সাথে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি এবং উপরোক্ত ফরমটি যথাযথভাবে ফিলাপ করে ফুড সাপ্লাই অফিসে জমা করতে হবে  |


আর যদি আপনার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি করতে হবে |  সেই ডায়েরির সাথে আধার কার্ড ভোটার কার্ড এবং উপরোক্ত ফরমটি যথাযথভাবে ফিলাপ করে জমা দিতে হবে  |


1 comment: