Monday, July 20, 2020

ICICI BANK CSP APPLY ONLINE BY CSC



আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের সিএসসি সেন্টার আছে |  আবার এমন অনেক আছেন যারা নতুন করে সিএসসি সেন্টার আবেদন করতে চাইছেন  | যাদের কাছে সিএসসি সেন্টার আছে তাদের জন্য আজকের একটা বিরাট আপডেট রয়েছে  | আপনার কাছে যদি সিএসসি আইডি থাকে তাহলে আপনি CSC  আইডির মাধ্যমে আইসিআইসিআই ব্যাংকের সিএসপি এর জন্য আবেদন করতে পারবেন |  যদি আপনাদের আইসিআইসিআই ব্যাংকের সিএসপি প্রয়োজন হয় তাহলে আপনারা আবেদন করতে পারেন |  আপনারা যখন আইসিআইসিআই ব্যাংকের সিএসপি এর জন্য আবেদন করবেন সাথে সাথেই আইসিআইসিআই ব্যাংকের কারেন্ট একাউন্ট নাম্বার পেয়ে যাবেন  |  অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সমস্ত কিছু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে   |যারা এখনো সে ভিডিওটি দেখেন নি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন | 
DOWNLOAD ICICI BANK CSP NOTICE

যাদের কাছে সিএসসির আইডি আছে তারা সবাই আবেদন করলেই যে আইসিআইসিআই ব্যাংকের সিএসপি পাবেন এমনটা কিন্তু নয় |  প্রথমে আপনাকে ব্যাংক মিত্রা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে |  এরপর আপনারা আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল সিএসপি লগইন পেজে গিয়ে সেখান থেকে এজেন্ট রেজিস্ট্রেশন করতে হবে  | রেজিস্ট্রেশন করার পর সেখানে আপনাকে আপনার হাতের আঙুলের সাহায্যে ই-কেওয়াইসি করতে হবে |  ই-কেওয়াইসি  কমপ্লিট হওয়ার পর আপনার  FORM সাবমিট করতে হবে  | সাবমিট করার পর যাবতীয় আপনার ডকুমেন্ট নিয়ে আপনার নিকটবর্তী আইসিআইসিআই ব্যাংকের ব্রাঞ্চ সাবমিট করতে হবে  |  এরপর ব্যাংক থেকে অ্যাপ্রভাল চলে আসলেই ব্যাংকের তরফ থেকে আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে |  এবং সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনারা আইসিআইসিআই ব্যাংকের সিএসপি এর যাবতীয় কাজ করতে পারবেন | 

3 comments: