Tuesday, March 31, 2020

রাজ্য সরকারের নতুন প্রকল্প প্রচেষ্টা || এবার দিনমজুররা পাবেন মাসে 1000 টাকা করে || দেখুন কিভাবে আবেদন করবেন


পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা প্রকল্পের উদ্বোধন করেন | এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রেণীর লোকেরা দিনমজুর তারা এই প্রকল্পের লাভ নিতে পারবেন  | এই প্রকল্পের আবেদনকারীরা প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন|
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো যে, আপনারা এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আবেদন করবেন ? আবেদন অনলাইন থেকে হবে না অফলাইন থেকে হবে ?  কিভাবে ফরম ফিলাপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ?

<
করোনার জন্য বর্তমানে আমাদের যে আর্থিক সংকট দেখা দিয়েছে সেই আর্থিক সংকট কিছুটা সংকোচন করার জন্যই আমাদের রাজ্য সরকার এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন | করোনা সংক্রমণের জন্য ভারত বর্ষ সহ সারা পৃথিবী অনির্দিষ্টকালের জন্য লকডাউন হয়ে আছে | এই অবস্থায় সব থেকে বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সমাজের গরিব এবং সাধারন মানুষদের | যে সমস্ত দিনমজুররা প্রত্যেকদিন কাজ করে যে টাকা পেত তাতেই তাদের সংসার কোনমতে চলত |  এমন অবস্থায় তাদের সবার কাজকর্ম বন্ধ থাকায় তাদের প্রত্যেকটা দিন অতিবাহিত করা অনেকটাই মুশকিল হয়ে পড়েছে | এই সমস্ত দিনমজুরদের সংসার চালাতে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেজন্যই এই নতুন প্রকল্পের আয়োজন | একবার এই প্রকল্পে যারা নাম নথিভুক্তকরণ করবেন তারা আগামী দিনেও এই প্রকল্পের লাভ পেতে থাকবেন |
কারা কারা এই প্রকল্পের লাভ নিতে পারবেন :-
1.      আপনাকে অবশ্যই একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে |
2.      আপনাকে একজন সাধারন দিনমজুর হতে হবে |
3.      আপনি যদি কোন সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মরত থাকেন তাহলে এই প্রকল্পের লাভ থেকে আপনি বঞ্চিত হবেন
4.      আপনাকে অবশ্যই একজন বিপিএল গ্রহীতা হতে হবে |
5.      আপনার কাছে জব কার্ড অথবা শ্রমিক কার্ড থাকতে হবে |
6.      শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই প্রকল্পের লাভ নিতে পারবেন |
7.      আপনি যদি রাজ্য সরকারের অন্য কোন ভাতা পেয়ে থাকেন তাহলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না |

কি কি ডকুমেন্ট লাগবে :-
1.      আধার কার্ড
2.      ভোটার কার্ড
3.       ব্যাংকের পাস বই
5.       রেশন কার্ড
How To Apply
আবেদন পদ্ধতি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না  | যেহেতু আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে সেটা এখনো এনাউন্স করা হয়নি |
Online Apply For Prochesta Prokolpo

12 comments: