Friday, April 2, 2021

অনলাইনে দোকান রেজিস্ট্রেশন করুন | দোকানের লাইসেন্স কিভাবে পাবেন দেখুন |



 আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে দোকান রেজিস্ট্রেশন করবেন | আমরা অনেকেই আছি বিভিন্ন রকম দোকান চালিয়ে থাকি |যেমন কারো রয়েছে সাইবার ক্যাফে তো কারো রয়েছে মুদিখানার দোকান বা কারো রয়েছে কাপড়ের দোকান ইত্যাদি |

কিন্তু আমরা যে দোকান চালাচ্ছি তার কোনো লাইসেন্স বা সার্টিফিকেট নেই |তবে অনেকের কাছে দোকান চালানোর জন্য লোকাল বা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নেয়ার রয়েছে |কিন্তু এই ট্রেড লাইসেন্স সব জায়গাতে কাজে লাগে না |অর্থাৎ আপনি যদি আপনার দোকানের নামে কিছু একটা করতে যান উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনার দোকানের নামে একটা প্যান কার্ড বানাতে চান সেক্ষেত্রে একটা দোকানের নামের লাইসেন্স এর দরকার হয় |আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের দোকানের নামে লাইসেন্স বা দোকানকে অনলাইন থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন |


আপনারা চাইলে খুব সহজেই আপনার দোকানের নামের একটা লাইসেন্স বা দোকান অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন |এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি সম্পূর্ণরূপে অনলাইনেই করতে হয় এর জন্য আপনাকে কোথাও কোনো রকম ডকুমেন্ট জমা করতে হয় না | সবকিছু অনলাইনে আপলোড করে দিলেই হয়ে যায় |


অনলাইন থেকে দোকান রেজিস্ট্রেশন করার খরচ অনেকটাই কম |শুয়ে দোকানে নয় বিভিন্ন রকম প্রতিষ্ঠান অনলাইন থেকে রেজিস্ট্রেশন করা যায় |দোকান সহ বিভিন্ন রকম প্রতিষ্ঠনের রেজিস্ট্রেশন এর জন্য কত টাকা খরচ হয় তার লিস্ট নিচে দেওয়া হল | 

Rate Chart Click Here



Online Shop Registration Click Here


উপরে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা আপনাদের দোকান থেকে রেজিস্ট্রেশন করাতে পারেন |প্রথমে উপরের লিংক থেকে আপনার নামে একটা আইডি বানিয়ে নেবেন এবং সেটা লগইন করবেন লগইন করার পর দোকান রেজিস্ট্রেশনের ফরমটি আপনার সামনে খুলে যাবে সেই ফরমটি সঠিকভাবে ফিলাপ করবেন এবং সাবমিট করবেন |এবং সবশেষে অনলাইনে ফি পেমেন্ট করলেই আপনার দোকানটি রেজিস্ট্রেশন হয়ে যাবে |


এখান থেকে নতুন বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করুন ====Apply
অনলাইনে বিদ্যুৎ বিল জমা করা শিখুন  ==== Click Here

BPL (বি.পি.এল) তালিকা ডাউনলোড করুন ===== Click Here
Pan Aadhaar Link ===== Click Here

পেমেন্ট রিসিভ এখান থেকে ডাউনলোড করুন : Click Here


0 comments: