বর্তমানে প্রায়ই আমাদের সবার কাছেই প্যান কার্ড রয়েছে | আমাদের প্রায় সব জায়গাতেই বর্তমানে কাজে লাগে| যেমন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে| অর্থাৎ আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান তো প্যান কার্ড থাকলে আপনারা একাউন্টের সাথে সাথে এটিএম কার্ডের সার্ভিসও পেয়ে যান| শুধু একাউন্ট খোলা হয় প্যান কার্ড থাকলে আরও একাধিক নানান সুবিধা পাওয়া যায় |
আপনারা জানেন বর্তমানে প্যান কার্ড করতে গেলে অটোমেটিকেলি প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক হয়ে যায় আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্ক হয় না সে ক্ষেত্রে ম্যানুয়াল প্রসেসে লিংক করাতে হয় |আপনাদের যদি প্যান কার্ডের সাথে আধার নাম্বার এখনো পর্যন্ত লিঙ্ক করা না থাকে তাহলে নিচের দেওয়া লিংক থেকে খুব সহজেই আপনারা প্যান কার্ডের সাথে আধার নাম্বার কে লিংক করে নিতে পারবেন অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে |
কিভাবে প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করতে হয় ?
প্রথম ধাপ : প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনাকে প্যান কার্ড লিঙ্ক করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে | https://www.incometax.gov.in/iec/foportal
দ্বিতীয় ধাপঃ এরপর বাম দিকের কুইক লিংক অপশন থেকে আধার লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে |
তৃতীয় ধাপঃ এরপর আপনার সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করে সাবমিট করতে হবে তাহলে আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক হয়ে যাবে |
0 comments: