কিভাবে গাড়ির RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করা যায় ?
অনলাইন থেকে খুব সহজেই দু চাকা অথবা চারচাকা গাড়ির RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করা যায় | অনলাইন থেকে RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য গাড়ির নাম্বার ,ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার দরকার হয় |
অনলাইন থেকে RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করবেন ?
অনলাইন থেকে RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার বিভিন্ন রকম সুবিধা রয়েছে | আপনাদেরকে RTO অফিস থেকে যে অরিজিনাল RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয় সেটা তুলনামূলক অনেকটাই বড় এবং সবসময়ই গাড়ির সাথে বহন করা সম্ভব হয় না সেটা হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে |আর অনলাইন থেকে একবার RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর PDF কপি টা ডাউনলোড করে আপনি আপনার ফোন বা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন এবং যেকোন সময় সেটার প্রিন্ট আউট করে আপনার সাথে করে যেকোন জায়গায় নিয়ে যেতে পারেন |কখনো যদি আপনার অনলাইন থেকে ডাউনলোড করা RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে যাই সে ক্ষেত্রে আপনি অনায়াসে আবার খুবই সহজে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন |
অনলাইনে RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি
1.প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে |এরপর আপনার জেলা বা স্টেট সিলেক্ট করতে হবে |নিচের ছবিটি লক্ষ্য করুন |
ডাউনলোড RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট
2.জেলা সিলেক্ট করার সাথে সাথেই আপনার কাছে পরবর্তী পেজ খুলে যাবে| এখান থেকে আপনার RTO অফিস সিলেক্ট করতে হবে |RTO অফিস সিলেক্ট করার পর PROCEED বাটনে ক্লিক করতে হবে |নিচের ছবিটি লক্ষ্য করুন |
4.এরপর আপনার কাছে RC বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার পেজটি ওপেন হয়ে যাবে |এখানে আপনার গাড়ির নাম্বার, চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে |সাবমিট করার পর আর একটা নতুন পেজ খুলবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে গেট OTP ওপর ক্লিক করতে হবে |আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে ওটিপি দিয়ে সাবমিট করার সাথে সাথেই আপনার আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে |
No comments:
Post a Comment