মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস RD অনলাইন থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?
আজকের আর্টিকেলে আপনাদেরকে শেখানো হবে যে আপনারা কিভাবে অনলাইন থেকে মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর RD সার্ভিসকে রেজিস্ট্রেশন বা রিনুয়াল করবেন |বর্তমানে যারা আধার কার্ডের কাজ করেন বিশেষ করে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করেন তাদের প্রত্যেকের কাছেই মর্ফোসহ অন্য যেকোনো ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে |এই মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কে প্রতিবছর RD সার্ভিস করাতে হয় |
যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর সাথে RD সার্ভিস রেজিস্টার করা না থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার KYC করা যায় না |চলুন দেখে নেয়া যাক কিভাবে অনলাইন থেকে RD সার্ভিস রেজিস্ট্রেশন করতে হয় |1.অনলাইন থেকে RD সার্ভিস রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে
2.উপরের লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনাকে RD সার্ভিস রেজিস্ট্রেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে |সবার প্রথম হোমপেজ থেকে Validity Check এ ক্লিক করে প্রথমে আপনার ডিভাইসের RD সার্ভিস চেক করে নেবেন | যদি দেখেন যে আপনার ডিভাইসের RD সার্ভিস এক্সপায়ার হয়ে গেছে তবে আপনারা রিনুয়াল করবেন |
3.রিনুয়াল করার জন্য Renewal RD Service ওপর ক্লিক করতে হবে |এরপর নতুন আরেকটি পেইজ খুলে যাবে এখান থেকে Buy RD এর ওপর ক্লিক করতে হবে |
4.এরপর নতুন আরেকটি পেজ খুলে যাবে , এখানে প্রথমেই সার্ভিস ভ্যালিডিটি সিলেক্ট করতে হবে |অর্থাৎ আপনি আপনার ডিভাইসটিকে কত বছর কার জন্য আর ডি সার্ভিস রেজিস্টার করাতে চাইছেন |আপনি চাইলে এক বছরের জন্য করাতে পারেন আবার চাইলে দুই বা তিন বছরের জন্য করাতে পারেন |
5.এরপর আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে নির্দিষ্ট জায়গাতে |সিরিয়াল নাম্বারটি আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর উল্টো দিকে লেখা থাকে |সিরিয়াল নাম্বার দেওয়ার পর আপনার ডিভাইসের মডেলটি আপনাকে সিলেক্ট করতে হবে |এই মডেলটি ও আপনার ডিভাইসের উল্টোদিকে লেখা থাকে |
6.এরপর আপনাকে Ad To Card ওপরে ক্লিক করতে হবে |এবং আপনার এই অর্ডারটি ওপরে দেওয়া Ad To Cart বক্স এ অ্যাড হয়ে যাবে |Ad To Cart বক্সে ক্লিক করে আপনার যাবতীয় ইনফর্মেশন ফিলাপ করে পেমেন্ট করতে হবে | পেমেন্ট করার সাথে সাথেই আপনার ডিভাইসটি আর ডি সার্ভিস এর সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে |
No comments:
Post a Comment