বর্তমানে জব কার্ড আমাদের প্রায় সকলেরই রয়েছে | যাদের যাদের জব কার্ড রয়েছে তারা সবাই সরকার থেকে প্রাপ্ত 100 দিনের কাজে অংশগ্রহণ করতে পারে | কিন্তু যাদের কাছে জব কার্ড নেই তারা এই কাজ থেকে বঞ্চিত হয় | জব কার্ড থেকে শুধুমাত্র 100 দিনের কাজে অংশগ্রহণ করা যায় তাই নয় জব কার্ডের নানান সুবিধা রয়েছে | যে সুবিধাগুলো থেকে সমাজের গরীব মানুষরা খুবই উপকৃত হয় |
যাদের জব কার্ড নেই তারা কিভাবে জব কার্ড পাবেন সেটাই আজকেরে আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো |জব কার্ড ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কার্ড-- রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি এই সমস্ত কার্ড যেকোনো সময়ই আমরা নতুন বানাতে পারি বা ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা সংশোধন করতে পারি | কিন্তু জব কার্ডের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা | আপনি আপনার ইচ্ছামতো যেকোনো সময় জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বা আপনার জব কার্ডে কোন ভুলত্রুটি থাকলে সেটা সংশোধন করতে পারবেন না |
রাজ্য সরকার থেকে যখন নতুন জব কার্ডের জন্য আবেদন জমা নেয়া হয় শুধুমাত্র সেই সময়ে আপনি অফলাইনে এর মাধ্যমে জব কার্ডের আবেদন করতে পারবেন | তবে সাধারণত নতুন করে জব কার্ড আবেদন করা যায় না তবে বিশেষ কিছু ক্ষেত্রে সরকার থেকে নতুন জব কার্ড করার আবেদন শুরু করে |
উদাহরণস্বরূপ বলা যায় এই লকডাউন এরপর প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন | তাই যে সমস্ত শ্রমিকরা বাইরে থেকে পশ্চিমবঙ্গে এসেছেন লকডাউন এর সময় এবং যারা 14 দিন নিজেদেরকে করেনটাইনে রেখেছিলেন বিভিন্ন স্কুলে , ওই সমস্ত শ্রমিকদেরকে নতুন জোট করে দেয়া হচ্ছে রাজ্য সরকার থেকে |
এজন্য অনেক পরিযায়ী শ্রমিক তারা নতুন জব কার্ডের জন্য ডকুমেন্ট জমা দিয়েছিলেন তাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে | কিন্তু এখনও পর্যন্ত অনেকেই বুঝতে পারছেন না তাদের জব কার্ড হয়েছে কি হয়নি |
নতুন জব কার্ডের জন্য আবেদন করুন এখান থেকে : Apply Now
যে সমস্ত শ্রমিকরা জব কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং তারা তাদের স্ট্যাটাস জানতে চান তারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে তাদের জব কার্ডের আবেদন স্থিতি চেক করতে পারবেন |
এখানে ক্লিক করে এখনি চেক করে নিন আপনার জব কার্ড হয়েছে কিনা Click Here
No comments:
Post a Comment