Job Card List Download Online West Bengal 2023
পশ্চিমবঙ্গের প্রায় অনেক মানুষের কাছেই জব কার্ড রয়েছে ।এই জব কার্ডের সাহায্যে সাধারণ মানুষ ১০০ দিনের কাজ করে থাকে ।শুধু ১০০ দিনের কাজই নয় এই জব কার্ডকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের জব কার্ডের জরস কপি প্রয়োজন হয়।
আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে আপনারা কিভাবে আপনার এলাকার সম্পূর্ণ জব কার্ডের লিস্ট ডাউনলোড করবেন ।যাদের সাইবার ক্যাফে রয়েছে তাদের জন্য খুবই কার্যকারী হবে আজকের এই আর্টিকেল কারণ আপনার এলাকার সমস্ত মানুষের জব কার্ডের লিস্ট আপনি ডাউনলোড করে রাখতে পারবেন ।আপনার সাইবার ক্যাফেতে কোন কাস্টমার জব কার্ড নিতে আসলে আপনি খুব সহজেই তাদেরকে জব কার্ডের লিস্ট প্রিন্ট করে দিতে পারবেন ।তো চলুন দেখেনি কিভাবে আমরা জব কার্ডের লিস্ট ডাউনলোড করব ।প্রথমেই আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনার কাছে জব কার্ড ডাউনলোড করার অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |
এরপর এখান থেকে আপনার রাজ্য ,জেলা ,ব্লক ,গ্রাম পঞ্চায়েত , মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে ।
সমস্ত কিছু সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে জব কার্ডের সম্পূর্ণ লিস্ট চলে আসবে । এখান থেকে আপনি চাইলে সমস্ত লিস্ট ডাউনলোডও করতে পারবেন ।আপনি চাইলে এই লিস্টের মধ্য থেকে নির্দিষ্ট কোন ব্যক্তির নাম কেউ খুঁজে বের করবেন ।
No comments:
Post a Comment