আজকে আপনাদেরকে জানানো হবে যে, আপনারা কিভাবে আইআইবিএফ (IIBF Exam) পরীক্ষা দেবেন | আইআইবিএফ (IIBF Exam)পরীক্ষা দেওয়ার জন্য কি কি করতে হবে | পরীক্ষা কোথায় দিতে হবে | পরীক্ষায় পাস করলে সার্টিফিকেট কিভাবে পাবেন |
আইআইবিএফ (IIBF )এর সম্পূর্ণ নাম হল : INDIAN INSTITUTE OF BANKING & FINANCE | যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা ব্যাঙ্কিং পরিষেবা সাধারণ মানুষকে দিয়ে থাকেন তাদের কে এই সার্টিফিকেট নেয়া খুবই দরকার | অনেকেই জানেন না কীভাবে এই সার্টিফিকেট পাওয়া যায় |
আইআইবিএফ (IIBF) সার্টিফিকেট নেওয়ার জন্য প্রথমে আপনাকে আইআইবিএফ (IIBF) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হয় | রেজিস্ট্রেশন টি আপনারা সম্পূর্ণ অনলাইন থেকেই করতে পারবেন অথবা আপনার নিকটবর্তী যেকোনো সিএসসি (CSC) সেন্টার এগিয়েও রেজিস্ট্রেশন করাতে পারবেন | রেজিস্ট্রেশন করার জন্য পরীক্ষার্থীকে 800+GST টাকা পেমেন্ট করতে হয় |
অনলাইন থেকে অথবা সিএসসি (CSC) সেন্টার থেকে রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড দেয়া হয় | এই পাসওয়ার্ড দিয়ে আপনারা আইআইবিএফ এর অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে পারবেন |
আইআইবিএফ এর রেজিস্ট্রেশন করার সময় আপনার প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে ফরম ফিলাপ করতে হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হয় | এরপর আপনি কোথায় পরীক্ষা দেবেন সেই পরীক্ষার সেন্টার সিলেক্ট করতে হয় এবং ডেট সিলেক্ট করতে হয় | তারপর আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এডমিট কার্ডের সাথে একটি আইডি প্রুফ যেমন আধার কার্ড সাথে নিয়ে নির্দিষ্ট দিনে পরীক্ষা সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে |
একবার যদি আপনারা পরীক্ষায় পাশ করে যান তাহলে অনলাইন থেকে আপনারা আপনাদের আইআইবিএফ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন |
আইআইবিএফ (IIBF) পরীক্ষার জন্য কোন ধরনের প্রশ্ন আসে ?
আইআইবিএফ পরীক্ষার জন্য খুবই সহজ প্রশ্ন আসে প্রশ্নগুলি সবি mcq টাইপের হয়ে থাকে | আপনাদের সুবিধার জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর দেয়া হল নিচের লিংক থেকে দয়া করে ডাউনলোড করে নিন |
IIBF Question And Answer Download Click here
Register For IIBF Examination Click Here
No comments:
Post a Comment