ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা আপডেট জারি করা হয়েছে |এই আপডেটে বলা হয়েছে সমস্ত ভোটার কার্ড গ্রাহকদের ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতে হবে |এই লিংকের কাজটি আপনারা খুব সহজেই বাড়িতে বসে অনলাইন থেকে করিয়ে নিতে পারবেন |
প্রথমে নিচের দেওয়া ওয়েবসাইটে ক্লিক করতে হবে তাহলে আপনার কাছে ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |এরপর যারা প্রথমবার এই ওয়েবসাইটে আসবেন তারা প্রথমে এই ওয়েবসাইটে একটা একাউন্ট ক্রিয়েট করে নেবেন |অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনারা আপনাদের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন |লগইন করার পর নিচের দিকে আধার লিঙ্ক করার অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতে পারবেন |লিংক করানো হয়ে গেলে শেষে একটা রেফারেন্স নাম্বার পাবেন এ রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার স্ট্যাটাস চেক করতে পারবেন |যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার নাম্বার টি লিংক হয়ে যায় তাহলে স্ট্যাটাস এক্সেপ্টেড হয়ে যাবে আর যদি না হয় তাহলে স্ট্যাটাস রিজেক্টেড দেখাবে |
ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
VOTER CARD AADHAAR CARD LINK ONLINE
একটা আইডি থেকে কতগুলো মেম্বারের ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা যায় ?
আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন এই প্রশ্নটা করতেই পারেন যে একটা আইডি থেকে কতগুলো ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা যায় ?একটা ফ্যামিলিতে মোট 5 জন রয়েছেন| তাহলে এই ফ্যামিলির যেকোনো একজনের নামে একটা আইডি ক্রিয়েট করবেন |এরপর সেই আইডি থেকে সেই পরিবারের সমস্ত মেম্বারদের আপনারা ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতে পারবেন |এর জন্য পরিবারের আলাদা আলাদা ব্যক্তির নামে আইডি তৈরি করার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে অনলাইন থেকেকোন দরকার নেই |তবে মোবাইল নাম্বারের জায়গায় যদি পরিবারের সদস্যদের আলাদা আলাদা মোবাইল নাম্বার থাকে তাহলে আলাদা আলাদা মোবাইল নাম্বারটা দেওয়াই ভাল হবে |যদি প্রত্যেকটা সদস্য আলাদা মোবাইল নাম্বার না থাকে সে ক্ষেত্রে একটা মোবাইল নাম্বার দিয়েও করা যাবে |
No comments:
Post a Comment