প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য অনলাইনে জরিমানা কিভাবে পেমেন্ট করতে হবে দেখুন | How to pay penalty for Aadhaar linking with PAN Card Online
বর্তমানে প্রত্যেকটি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করে দেয়া হয়েছে | যদি আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে 500 থেকে হাজার টাকা পর্যন্ত | এর আগেও একাধিকবার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য বলা হয়েছে তা সত্বেও অনেকেই রয়েছেন এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করেননি, তাই এই সিদ্ধান্ত |
এর ফলে একদিকে যেমন প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা না থাকলে, আপনার প্যান কার্ডের কোন রকমের সংশোধন আপনি করতে পারবেন না | অন্যদিকে বারবার বলা সত্ত্বেও এখনো যারা লিঙ্ক করেননি তারা আর ফ্রিতে লিংকটিও করাতে পারবেন না অনলাইন থেকে |
অর্থাৎ ইনকাম ট্যাক্স এর তরফ থেকে বলা হয়েছে যে আপনি যদি এখন প্যান কার্ডের সাথে আপনার আধার নাম্বার link করাতে চান তাহলে প্রথমে আপনাকে পেনাল্টি অর্থাৎ জরিমানা জমা করতে হবে | তারপর আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বারটি লিংক করাতে পারবেন |
আগামী 30 জুন 2022 এর মধ্যে যারা প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন তাদেরকে শুধু মাত্র 500 টাকা জরিমানা জমা দিয়েই লিংকের কাজটি করাতে পারবেন | আর যদি আপনারা 1 জুলাই 2022 এর পর থেকে আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করান সে ক্ষেত্রে আপনাদেরকে 1000 টাকা জরিমানা জমা করে এই লিংকের কাজটি করাতে হবে |
প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য অনলাইনে পেনাল্টি দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা আছে কিনা যদি না থাকে তবে আপনারা পেমেন্ট করবেন |
পেমেন্ট আপনারা এখানে শুধুমাত্র নেট ব্যাঙ্কিং আর ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড দিয়ে করতে পারবেন এখানে ইউপিআই অথবা বিভিন্ন রকম ওয়ালেটের কোন অপশন নেই |
No comments:
Post a Comment