প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী প্রকল্পের তৃতীয় নামের লিস্ট | যে সমস্ত আবেদনকারীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তারা অবশ্যই এই নামের লিস্ট চেক করুন | এই নামের লিস্টে আপনার নাম থাকলে আপনিও পেতে পারেন প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণের ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে |
যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়
যুবশ্রী প্রকল্পের আবেদন করতে হলে আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে | নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনারা খুব সহজেই অনলাইনে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন | অনলাইন থেকে আবেদন করার পর আবেদনপত্রটির প্রিন্ট আউট নিয়ে আপনার নির্দিষ্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভেরিফাই করাতে হবে | ভেরিফাই করানোর পর যুবশ্রী প্রকল্পের নামের লিস্ট যদি আপনার নাম চলে আসে তাহলেই আপনি পেতে থাকবেন প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণের ভাতা |
1. যুবশ্রী প্রকল্পের জন্য আপনাকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
2. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে |
3. আধার কার্ড
4. পাসপোর্ট সাইজ ফটো
5. ব্যাংকের পাস বই
6. মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি
কিভাবে যুবশ্রী প্রকল্পের তৃতীয় নামের লিস্ট চেক করবেন
প্রথম ধাপ : প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনার কাছে পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে |
দ্বিতীয় ধাপ : এরপর ওপরে থাকা VIEW YUVASREE WAITING LIST ওপর ক্লিক করতে হবে |
তৃতীয় ধাপ : এরপর আপনার কাছে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফ ফাইল টার মধ্যেই সমস্ত নামের লিস্ট থাকবে এখানে থেকেই আপনার নামটি খুঁজে নিতে হবে |
যদি এই লিস্টে নাম থাকে তাহলে কি করবেন
যুবশ্রী প্রকল্পের এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে annexure-I ফর্ম টি সাবমিট করতে হবে | সাবমিট করার পর আপনার নির্দিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডি লগইন করতে হবে এবং annexure-I ফরমটি প্রিন্ট আউট করতে হবে | এরপর আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে এই annexure-I এর সাথে annexure-II এবং ব্যাংকের পাস বই ভেরিফাই করাতে হবে |
No comments:
Post a Comment