যারা প্যান কার্ডের কাজ করেন বিশেষ করে যাদের কাছে প্যান কার্ড এজেন্সি রয়েছে তাদের প্যান কার্ড ডকুমেন্ট এবং সিগনেচার এর সাইজ করার জন্য বিশেষ টুল এর প্রয়োজন হয় |কারণ প্যান কার্ডের ডকুমেন্ট ফটো অথবা সিগনেচার নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট সাইজে আপলোড করতে হয় |যদি সাইজ অথবা মাপ ঠিকঠাক না হয় তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম অথবা সিগনেচার ছবি আপলোড হয় না |তাই অনেকেই ফটোশপের সাহায্যে প্যান কার্ডের ডকুমেন্টগুলো রিসাইজিং করে থাকেন |স্বাভাবিকভাবেই ফটোশপ থেকে এইভাবে প্যান কার্ডের ডকুমেন্টকে রিচার্জ করা অনেকটাই কষ্টকর এবং সময় দায়ক |তাই আজকে আপনাদের সাথে এমন একটা টুল এর নাম শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে প্যান কার্ডের ফটো এবং সিগনেচার কে রিসাইজ করে নিতে পারবেন |
প্যান কার্ডের ডকুমেন্টগুলো আপলোড করার সময় ডকুমেন্টগুলো সাইজ এবং স্পেসিফিকেশন কেমন হবে ?
1.প্যান অ্যাপ্লিকেশন ফর্ম : প্যান কার্ডের ফরম সম্পূর্ণভাবে ফিলাপ করার পর সেই ফরমটি প্রিন্ট আউট করতে হয় এবং তার সাথে আধার কার্ড বা অন্য ডকুমেন্ট একসাথে পিডিএফ করে আপলোড করতে হয় |
প্যান অ্যাপ্লিকেশন ফর্ম টি অবশ্যই পিডিএফে হতে হবে
প্যান অ্যাপ্লিকেশন ফর্ম টি 2mb কম হতে হবে
2.ফটো :আবেদনকারীর ফটোটি অবশ্যই রঙিন ফটো হতে হবে |যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে তাহলে খুব ভালো হয় |কালার ব্যাকগ্রাউন্ড চলবে কোন সমস্যা নেই |
ফটোটি 300 dpi এর মধ্যে হতে হবে |
ফটোর সাইজ 213 x 213 px হতে হবে |
ফটোর সাইজ 30 এর kb কম হতে হবে |
ফটোটি অবশ্যই JPEG ফরম্যাটে হতে হবে
3.সিগনেচার :আবেদনকারীকে প্যান এপ্লিকেশন ফর্মে অবশ্যই কালো কালির কলম দিয়ে সই করতে হবে |এবং সেটাকে অবশ্যই কোন সফটওয়্যার বা ফটোশপের সাহায্যে সাদাকালো করে নিতে হবে |
কালো কালির কলম দিয়ে সই করতে হবে |
সইটিকে সাদাকালো তে রূপান্তরিত করতে হয় |
সইটি 60 এর kb কম হতে হবে |
অবশ্যই JPEG ফরম্যাটে হতে হবে |
600 dpi এর মধ্যে হতে হবে |
নিচের দেওয়া সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা এক ক্লিকেই PAN অ্যাপ্লিকেশন ফর্ম, ফটো এবং সিগনেচার গুলিকে এক ক্লিকেই রিসাইজিং করে নিতে পারবেন |
Pan Photo & Signature Cropping Tool site 1
pan photo& Signature Cropping tool site 2
No comments:
Post a Comment