বাড়িতে বসেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন মাত্র 2 মিনিটে
বর্তমানে আমাদের প্রায় সবার কাছেই প্যান কার্ড রয়েছে |আপনি কি জানেন আপনার এই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা ?যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে |এই লিঙ্ক করার কাজটি আপনারা সম্পূর্ণ অনলাইন থেকে বাড়িতে বসেই মাত্র দু মিনিটের মধ্যে করতে পারবেন |
প্যান কার্ডের সাথে আধার কার্ড বাধ্যতামূলকভাবে সবাইকেই লিংক করাতে হবে |যারা আধার কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংকের টাকা তুলে থাকেন তাদের ক্ষেত্রে এই লিংকটি করাতেই হবে |যদি আপনারা লিংক না করান তাহলে আপনারা যে পোর্টাল থেকে আধার কার্ডের মাধ্যমে যে কোন ব্যক্তির ব্যাংকের টাকা তুলে দেন সেই পোর্টাল থেকে দেওয়ার কমিশনের উপর 20% TDS কেটে নেবে |উদাহরণস্বরূপ বলা যায় ধরুন আপনি স্পাইস মানি পোর্টাল ব্যবহার করেন |বর্তমানে আপনি স্পাইস পানি থেকে যায় কমিশন পান তার উপর 5% TDS কাটা হয় |কিন্তু আপনি যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করেন তাহলে এরপর থেকে স্পাইস মানি থেকে আপনারা যা কমিশন পান তার ওপর 20% TDS কাটবে |তাই যাতে আপনার টিডিএস বেশি কাটা না হয় আপনারা দ্রুতই আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন অনলাইন থেকে |
নিচের লিংকে ক্লিক করে চেক করুন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে কিনা
প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
অনেকেই আবার প্রশ্ন করেন যে আমরা তো প্যান কার্ড করার সময় আধার কার্ড দিয়েই প্যান কার্ড বানিয়েছি তাহলে কি আমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই ?
হ্যাঁ বর্তমানে প্যান কার্ড করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক তবে কিছু কিছু ক্ষেত্রে আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানানোর পরও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয় না আলাদা ভাবে বানাতে হয় |তাই আপনাদেরকে ম্যানুয়াল ভাবে চেক করে দেখতে হবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা যদি না থাকে তাহলে আর্মি করার প্রয়োজন নেই আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার আঙ্কেলের সাথে আধার কার্ড ক্যালিং করাতেই হবে |
No comments:
Post a Comment