শুরু হলো আধার কার্ডের নতুন পোর্টাল একনজরে দেখে নিন এই নতুন পোর্টাল থেকে কি কি কাজ করা যাবে
অবশেষে শুরু হলো আধার কার্ডের নতুন পোর্টাল |এই নতুন পোর্টাল তাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজেই সাধারণ মানুষের কাছে সমস্ত পরিষেবাগুলি বোঝা আরও সুবিধা হয় |আগের পুরাতন পোর্টালের তুলনায় এই নতুন পোর্টালটি অনেকটাই সহজ এবং পরিষ্কার |আজকে আপনাদেরকে দেখাবো যে এই নতুন পোর্টাল থেকে সাধারণ মানুষ কি কি পরিষেবা পাবেন |
আসলে এই পোর্টালটি শুধুমাত্র সেই সমস্ত সাধারন মানুষের জন্য যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে |আপনারা এম আধার অ্যাপ্লিকেশন টি নিশ্চয়ই ব্যবহার করেছেন |এম আধার অ্যাপ্লিকেশন টির মধ্যে যে সমস্ত পরিষেবা থাকে ঠিক তেমনি এই নতুন ওয়েবসাইটের মধ্যে পরিষেবা গুলো নিয়ে আসা হয়েছে |এম আধার অ্যাপ্লিকেশন টি ত আর কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা যায় না তাই এই নতুন ওয়েবসাইটটি শুরু করা হয়েছে যাতে করে মানুষ এখন থেকে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারেন |
আধার কার্ডের নতুন পোর্টাল Click Here
কি কি পরিষেবা পাওয়া যাবে আধার কার্ডের এই নতুন পোর্টাল থেকে ?
একগুচ্ছ পরিষেবা পাওয়া যাবে আধার কার্ডের এই নতুন পোর্টাল যেমন ----
1.আধার কার্ড ডাউনলোড
2.পিভিসি বা প্লাস্টিকের আধার কার্ড অর্ডার করা
3.পিভিসি বা প্লাস্টিকের আধার কার্ডের অর্ডার এর স্ট্যাটাস চেক করা
4.এনরোলমেন্ট সেন্টার থেকে নতুন আধার কার্ড এবং সংশোধন আধার কার্ড করার স্থিতি চেক করা
5.এনরোলমেন্ট সেন্টার কোথায় কোথায় আছে খুঁজে বের করা
6.অনলাইন থেকে অ্যাপোয়েন্টমেন্ট বুক করা
7.আধার কার্ড হারিয়ে গেলে সেটার নাম্বার বের করা
8.আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা যাচাই করা
9.আধার কার্ড ভেরিফাই করা
10.ভার্চুয়াল আইডি জেনারেট করা
11.আধার কার্ড লক করা বা আনলক করা
No comments:
Post a Comment