CO-WIN কি ?
CO-WIN হচ্ছে একটা প্লাটফর্ম ,যেখানে সাধারন মানুষ অনলাইন থেকে COVID-19 ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন |অনলাইন থেকে তারা ভ্যাকসিনের সময়, তারিখ নির্ধারণ করতে পারবেন এবং ভ্যাকসিন সেন্টারও পছন্দ করতে পারবেন |
কারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ?
বর্তমানে যে সমস্ত নাগরিকের বয়স 45 বছর বা তার বেশি শুধুমাত্র তারাই COVID ভ্যাকসিন নিতে পারবেন এবং অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন |
COVID ভ্যাকসিন নেওয়ার জন্য কি অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ?
না COVID ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় |আপনি চাইলে অনলাইন থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন অথবা যে সেন্টারে ভ্যাক্সিনেশন চলছে সেই সেন্টারে গিয়েও আপনি অফলাইনে এর মাধ্যমে সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন |
একটা ফোন নাম্বার থেকে কতজন ফ্যামিলি সদস্যদের রেজিস্ট্রেশন করানো যাবে ?
একটা মোবাইল নাম্বার থেকে পরিবারের চারজনকে একসাথে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো যাবে |যদি চার জনের বেশি ফ্যামিলির সদস্য থাকে সে ক্ষেত্রে অন্য আরেকটি মোবাইল নাম্বার ব্যবহার করে বাকীদেরকে ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করাতে হবে |
ভ্যাকসিন রেজিস্ট্রেশন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে কোন একটা ডকুমেন্ট থাকলেই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে |
1.আধার কার্ড
2.ড্রাইভিং লাইসেন্স
3.প্যান কার্ড
4.ভোটার কার্ড
5.পাসপোর্ট
6.পেনশন পাসবুক
7. NPR SMART CARD
কিভাবে রেজিস্ট্রেশন করব ?
কোভিদ ভ্যাকসিন নেওয়ার জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিষ্ট্রেশন করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে |
নিচের দেওয়া ভিডিওটি দেখুন :
No comments:
Post a Comment